#কবিতা
জ্যোৎস্না_ ধোয়া_ রাত
আফতাব_মল্লিক
আমার আমিরা স্বপ্নের সিঁড়ি ভাঙে-
তোমার কাছে যাবে বলে।
আমার ইচ্ছেরা তোমার হৃদয়ের বাগানে আনমনা কোকিল হয়ে -
গাইতে চায় ভৈরবী সুর ।
অপরূপ তুমি, রাত্রি ধোওয়া জ্যোৎস্না !
তোমার রূপে ম্লান আ…
#কবিতা
জ্যোৎস্না_ ধোয়া_ রাত
আফতাব_মল্লিক
আমার আমিরা স্বপ্নের সিঁড়ি ভাঙে-
তোমার কাছে যাবে বলে।
আমার ইচ্ছেরা তোমার হৃদয়ের বাগানে আনমনা কোকিল হয়ে -
গাইতে চায় ভৈরবী সুর ।
অপরূপ তুমি, রাত্রি ধোওয়া জ্যোৎস্না !
তোমার রূপে ম্লান আমার কল্পনার ছায়াপথ ও ।
আমার চঞ্চল মন ডানা মেলে -
তোমার যৌবনের পাপড়ি ছোঁয়া ভ্রমর হতে ।
প্রেমের আবেশে অজান্তে ছড়িয়ে দেবে নতুনের আগমনি গান ।
আমার শীত ঘুম মাখা আবেগ যত, আড়মোড়া ভাঙে -
মাপতে চায় ঠোঁটের কম্পনে তোমার হৃদয়ের গভীরতা ।
তোমাকে জানতে আমার হামাগুড়ি স্বপ্নের মাছরাঙা ডুব ।
রাতের আকাশে তুমি আলেয়া, ভিনদেশী শ্বেত পাখা পরী ।
স্বপ্নালু চোখের তারা, তোমার ছবি আঁকে, আড়চোখে মোনালিসা ।
ঠোঁটের কোণে খোঁজে, আলিঙ্গনে মিশে যাওয়ার ভীরু ইশারা ।
আমার সকাল রং দিতে চায়-
তোমার শরৎ মেঘ- ললাটের হালকা তুলির টানে ।
তোমার কালো চুলে পথ হারায়, আমার বুকভাষা, ক্লান্ত গোধুলী।
খুঁজে ফেরে এক চিলতে আশা,অবিরত।
আমার হিয়া ঢেউ দোলা তরী, পথ ভুলে দিগন্তে বিলীন ।
তুমি ওগো প্রিয়া, সাঁঝবাতি জ্বালা, নির্জন দ্বীপ।
আমার মনমরা সাধ,চোখ মেলে চায়-
তোমার পূর্ণতার পেয়ালায় গলা ভিজিয়ে নিতে।
ঐ নীল ধ্রুবতারাও হয়তো, তোমার বাহুবেষ্টনে, চোখ বুজবে না । আমি জানি।
পাথরের আড়ালে ফোটা নামহারা ফুল আমি।
স্বপ্ন দেখি তোমার প্রেমের ঝর্নায় সিক্ত করতে-
আমার বৃন্তের রুক্ষতা কে ।
আমার চৈত্র দুপুর, দখিনা ডেকে শুঁকে আসে-
তোমার গালের হৈমন্তী ঘ্রান ।
জানি জানি, তুমি হৃদয়ের বালুচরে , দুরে সরে যাওয়া ভ্রম , মরিচীকা !
আমি দিক ভ্রান্ত , জীবন পথে হেঁটে যাওয়া ক্লান্ত বেদুইন।
তারপর ও আমার অবুঝ হৃদয় পথ চেয়ে থাকে -
হয়তো কোনোদিন তুমি নিয়ে যাবে -
তোমার ভালোবাসার চিরসবুজ মরুদ্যানে ----------
আফতাব মল্লিক
২৭/৬/২০
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত।