Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

হরি ওঁম তৎ সৎ
সীমন্ত মৈত্র (নীল দহন)

লুটের বাজারে হরির লুটও হচ্ছে দেখো লুট, 
কি বা অধর্ম, ধর্মই বা কি সকলেই দল ছুট। 
ছুটতে ছুটতে দিক তালকানা ঠোক্কর খায় খুব, 
সাঁতার জেনেও দিচ্ছে সকলে ভাগের নদীতে ডুব... 
তবুও শুনি না বলতে কাউকে
অ…


হরি ওঁম তৎ সৎ
সীমন্ত মৈত্র (নীল দহন)

লুটের বাজারে হরির লুটও হচ্ছে দেখো লুট, 
কি বা অধর্ম, ধর্মই বা কি সকলেই দল ছুট। 
ছুটতে ছুটতে দিক তালকানা ঠোক্কর খায় খুব, 
সাঁতার জেনেও দিচ্ছে সকলে ভাগের নদীতে ডুব... 
তবুও শুনি না বলতে কাউকে
অসতো মা সদ্গময় ।।

হাজার আলো জালিয়ে দিয়েও অন্ধ বন্ধ চোখ, 
কিছু না জেনেও, না দেখা আলোয় কিছু তো সৃষ্টি হোক।
গড়তে গিয়ে ভাঙতে হলেও আঘাত হানুক বোধ,
নাহলে পতন স্থির নিশ্চয়, কেই বা করবে রোধ... 
কেউ তো তবুও বলে না আজও
তমসো মা জ্যোতির্গময় ।।

মরতে মরতে বাঁচছি সবাই লম্বা আয়ুর রেখা, 
তবু আয়ুর ঘরে, বাঁচার সাথে হয়নি কারও দেখা।
দশ মণ তেল পুড়লে জেনো নাচতে পারে রাধা, 
দরকার যদি হয় তবে হবে আবার সাগর বাঁধা...
এ ধরাতে সে গাইবে কে গান
মৃত্যোর্মামৃতং গময়।।