Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

*** অন্বেষণ / অমিয় মল্লিক।। ***(২৮--০৬--২০২০)।।

খুঁজতে খুঁজতে নত, ক্লান্ত হয়ে
লুটিয়ে পড়ি, স্রোতের বিপরীতে যেন!

কে জানিতো অাত্মসমর্পনের পথ এত দুরাতিক্রম্য....

অথচ মরসুমি শষ্যদানা বুকে নিয়ে
ছিঁড়েছি সমস্ত স্নায়ুর বন্ধন!

সমস্ত দিন স…


*** অন্বেষণ / অমিয় মল্লিক।। ***(২৮--০৬--২০২০)।।

খুঁজতে খুঁজতে নত, ক্লান্ত হয়ে
লুটিয়ে পড়ি, স্রোতের বিপরীতে যেন!

কে জানিতো অাত্মসমর্পনের পথ এত দুরাতিক্রম্য....

অথচ মরসুমি শষ্যদানা বুকে নিয়ে
ছিঁড়েছি সমস্ত স্নায়ুর বন্ধন!

সমস্ত দিন সমস্ত রাত
অর্ধস্ফুট কান্নার মতো অধরা স্বপ্নে মাখামাখি হয়ে--
উদভ্রান্ত উচ্চারণে নামিয়ে আনি স্ফুরিত ঠোঁট,
তোমার রক্তাক্ত অধরপ্রান্তে!

উন্মীলিত নয়নজুড়ে ফসিল ধূলোর আস্তরণ---
ক্রমে ছড়িয়ে দিতে দূরের নক্ষত্রালোকে,
যেন দুর্বোধ্য না চেনার জাগতিক শর্তে....

তৎক্ষণাৎ শেষ হয়ে গেলো,
মায়া অন্বেষণে সমর্পিত প্রাণের আলো।

                     +----------------+
কপিরাইট সংরক্ষিত।। (২৮--০৬--২০২০)।।