Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা
বিভাগ - কবিতা
তারিখ -২৭|৬|২০

মুক্তির পথে
সাইদীপা বসু

যুদ্ধটা শেষ কবে, অজানাই থাকে,
অমানিশা কেটে যাবে ভোরের আকাশে
সূর্যের রক্তিম আলোয় দিন শুরু হবে,
বন্ধুর মতো তুমি পাশটিতে থেকো,
দূরত্ব থাকুক যতই, শুধু ভরসা দিও।


দৈনিক প্রতিযোগিতা
বিভাগ - কবিতা
তারিখ -২৭|৬|২০

মুক্তির পথে
সাইদীপা বসু

যুদ্ধটা শেষ কবে, অজানাই থাকে,
অমানিশা কেটে যাবে ভোরের আকাশে
সূর্যের রক্তিম আলোয় দিন শুরু হবে,
বন্ধুর মতো তুমি পাশটিতে থেকো,
দূরত্ব থাকুক যতই, শুধু ভরসা দিও।

আতঙ্কের অভিশাপে দগ্ধ জীবন,
নতুন আলোর মালায় দীপাবলি জ্বেলে,
মুখোশের আড়ালে ঢাকা অচেনা শহরটাকে,
চেনা ছন্দে একবার ফিরিয়ে দিতে,
পাশেই থেকো তুমি, কিছু ভরসা দিতে ।

বন্দি দশার শেষে মুক্তির আশ্বাসে,
ভয়ার্ত জীবনের সাথে অসংখ্য ভাইরাসে ,
তাল কেটে যাওয়া জীবনের বাদ্যে
উঠুক বেজে দ্রিমিকি দ্রিমিকি বোলে ,
শুধু ভরসা দিও তুমি, যেও না কো ভুলে ।

হারিয়ে যাচ্ছে শত বন্ধু স্বজন,
লড়াই চলছে দিবা রাত্রি মরণপণ,
উথাল পাথাল ঝড়ে ভূবন দোলে,
ঝড় থেমে যাবে, ফিরবো একসাথে,
হাতটা বাড়াও বন্ধু, শুধু ভরসা দিও।।