Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা
প্রতিযোগিতা -7.
****************************
উপলব্ধি
🙏🙏🙏🙏🙏
********************
তারিখ : 23/06/2020
***********************
বিচিত্র অভিজ্ঞাতা সঞ্চয় করে ,
অচেনা অজনা কথা উপলব্ধি করি ।
মানুষের মন জানতে চেষ্টা করা …


দৈনিক সেরা কলম সম্মাননা
প্রতিযোগিতা -7.
****************************
উপলব্ধি
🙏🙏🙏🙏🙏
********************
তারিখ : 23/06/2020
***********************
বিচিত্র অভিজ্ঞাতা সঞ্চয় করে ,
অচেনা অজনা কথা উপলব্ধি করি ।
মানুষের মন জানতে চেষ্টা করা ,
ব্যর্থতার পরিহাস বলেই মনে করি ।

প্রশ্ন আসে মনে সঠিক উত্তর জানা নেই ,
বাস্তব আবার অনেকটা কল্পনায় হারিয়ে যায়।
মানুষ কি সত্যিই সুখে আছে জানি না ?
দুঃখ লুকিয়ে সুখের অভিনয় করে চলেছে ।

খুব অচেনা অজানা লাগে মানুষকে ,
মুখশের আড়ালে আসল মুখটা রাখে ।
নকল মানুষকে এখন আসল মনে হয় ,
আসল মানুষ হারিয়ে যায় সবার অলক্ষে ।

মানুষকে বিশ্বাস করে মানুষই ঠকে ,
মনের দুঃখ আরো গভীরে যায় ।
সহানুভূতির কথা শুধু শোনা কথা ,
বাস্তবে তা শুধুই দুঃখ দিয়ে যায় ।

সম্পর্ক বেঁচে থাকে বোঝাপড়ায় ,
ভালবেসে মানুষ তা ভুলে যায় ।
অনেক ভুল শিক্ষা দিয়ে যায় ,
বোঝাপড়ার অভাব কষ্ট পায় ।