Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক  প্রতিযোগিতা  শিরোনাম   - লিখি কবিতা  কলমে - মঞ্জুলা বর তারিখ - 23.06.2020
       অবাক চোখে দেখি   !  আঁখির পাতায় --  চুম্বনের ছবি আঁকে,নিঃস্তব্দ রাত     অদ্ভুত আঁধার  মেখে  ! নেমে আসে, আদর মাখা স্বপ্নরা  । স্মৃতির পাতায় করে কিলবিল, …


দৈনিক  প্রতিযোগিতা 
শিরোনাম   - লিখি কবিতা 
কলমে - মঞ্জুলা বর
তারিখ - 23.06.2020

       অবাক চোখে দেখি   !
 আঁখির পাতায় --
 চুম্বনের ছবি আঁকে,নিঃস্তব্দ রাত 
   অদ্ভুত আঁধার  মেখে  !
নেমে আসে, আদর মাখা স্বপ্নরা  ।
স্মৃতির পাতায় করে কিলবিল,
মিটিমিটি তারায় আলোতে  ---
নীরব রাতের  গভীরতা মাপে ।
শান্ত ভোরে  কাজের ভারে
   হলো না কবিতা  !
বসেছে, ফুলের মেলা দিঘির ধারে ।
জলে ভাসাই ছোট ভেলা   !
প্রজাপতিরা, ফুলে ফুলে 
ডানা দোলায়,  মনের আনন্দে ।
 তৃষ্ণার্ত  রোদ  - শিশির শুষে খায়    !
সবুজ পাতা আবেগে 
      ধরে রাখে আঁকড়ে  ।
সোনার রোদ ও --
মিষ্টি হেসে জাপটে থাকে ।
বাতাস দেখে, লজ্জা পায়  !
অভিমানে,যায় ধীরে ধীরে---
ফুলের মধুর সুবাস ভরে --
           দূর - বহুদূরে  ।
ঘাসের ডগায় , কচি ভাবনায় ---
 হাজার স্বপ্ন ঘুরে বেড়ায়  ।
শতেক আশা রেখে   --
      লিখি কবিতা  ।।