Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা
বিভাগ: গদ্য কবিতা
শিরোনাম:আদর্শ পৃথিবী
কলমে:নন্দিনী সাহা
তারিখ:২০/০৬/২০২০

আমি সেই আদর্শ পৃথিবীর স্বপ্ন দেখি,যেখানে একত্রে বাসবাস করবে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-শিখ-জৈন -খ্রিস্টান,
যেখানে ধর্মীয় সাম্প্রদায়িকতার ঊর্…


দৈনিক প্রতিযোগিতা
বিভাগ: গদ্য কবিতা
শিরোনাম:আদর্শ পৃথিবী
কলমে:নন্দিনী সাহা
তারিখ:২০/০৬/২০২০

আমি সেই আদর্শ পৃথিবীর স্বপ্ন দেখি,যেখানে একত্রে বাসবাস করবে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-শিখ-জৈন -খ্রিস্টান,
যেখানে ধর্মীয় সাম্প্রদায়িকতার ঊর্দ্ধৈ উঠে মানুষ একতারা নিয়ে গেয়ে উঠবে একতার গান।

যেখানে নারী পুরুষের মধ্যে থাকবেনা লিঙ্গের বৈষম্য,পাবে সকল সমানাধিকার,
ফারাকটা শুধু ক্রমোজমের গঠনের,এই বোধে সেখানে লিঙ্গের নয়,হবে কর্মের ভিত্তিতে জয়গান।

যে পৃথিবীতে সকলের পেটে জোটে তিনবেলা নিয়ম করে পেটে পড়বে অন্ন,হাঁড়িতে চড়বে ভাত,
যেখানে অভূক্ত হয়ে আস্তাকুঁড়ের খাবারের জন্য চতুষ্পদের সাথে করতে হবেনা জীবনসংগ্রাম।

যেখানে যোগ্যতার নিরিখে থাকবে সকলের কর্মের সুযোগ,পাবে পারিশ্রমিক,
থাকবেনা কেউ কর্মহীন,করবেনা কেউ আর বেকারত্বের জ্বালায় আত্মহত্যা কিংবা সুইসাইড।

যে পৃথিবীতে বৃদ্ধা বাবা-মায়ের জন্য সন্তানের মনে থাকবে অফুরান ভালোবাসা,আর থাকবে সম্মান,
হবে না হতে তাদের ভিটে ছাড়া,শেষ আশ্রয় হবে না তাদের কোনো রাস্তা কিংবা বৃদ্ধাশ্রম।

যেখানে থাকবে না কোনো কাঁটাতারের সীমানা,ধসে যাবে সকল বৈরীতা কিংবা বিভেদের দেওয়াল,
থাকবে সকলে পাশাপাশি,গড়ে উঠবে সকলে মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন কিংবা আত্মিক টান।

আমি এমনি এক পৃথিবীর স্বপ্ন দেখি,যেখানে ন্যায় অন্যায়ের লড়াইয়ে সত্য ও ন্যায়ের জয় হোক,
থাকবেনা যেখানে কোনো শ্রেণী-বৈষম্য,সেই পৃথিবীতে ধর্মের অপর নাম কেবল মনুষ্যত্ব হোক।