Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক কলম সম্মাননা

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১৩
বিষয়-মন খারাপের বর্ষা
বিভাগ-ছোট গল্প
গল্প- সব হারানোর বর্ষা
কলমে-লিপি বর্মন
তারিখ-১৫/০৬/২০২০

অফিস শেষে বাড়ির জন্য বেরিয়ে পড়ল রূপসা। বাইরে বেরোতেই গরমের হলকা হাওয়া যে…


অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১৩
বিষয়-মন খারাপের বর্ষা
বিভাগ-ছোট গল্প
গল্প- সব হারানোর বর্ষা
কলমে-লিপি বর্মন
তারিখ-১৫/০৬/২০২০

অফিস শেষে বাড়ির জন্য বেরিয়ে পড়ল রূপসা। বাইরে বেরোতেই গরমের হলকা হাওয়া যেন গায়ে লাগল। অফিসে এসির হাওয়ায় বাইরের গরমটা  ঠিক আন্দাজ করা যায় না।একটু হেটেই অটোস্ট্যান্ড,লাইনে দাঁড়িয়ে আছে। হঠাৎ বৃষ্টি শুরু হল। ছাতাটা বের করে নিল তড়িঘড়ি। বৃষ্টি শুরু হতেই দুটো ছেলে মেয়ে ছুটে পাশের একটা চায়ের দোকানের সামনে আশ্রয় নিল। স্মৃতিগুলো ভেসে এল চোখের সামনে………এরকম বৃষ্টির দিনেই ওর রিভুর সঙ্গে দেখা। সেদিন এত বৃষ্টি হচ্ছিল ছাতারে মানছিল না, সঙ্গে ঝোড়ো হাওয়া। তাই সে আশ্রয় নিয়েছিল  একটা দোকানে,রিভুও আশ্রয়  নিয়েছিল একই দোকানে।সেদিন প্রায় আধ ঘণ্টা বৃষ্টি হয় একনাগাড়ে। একসময় রিভুই এসে ওর সঙ্গে কথা বলেছিল, ফোন নম্বর আদান প্রদান হয়। তারপর ধীরে ধীরে প্রেম। কত স্মৃতি আছে তাদের বৃষ্টির দিনের। রিভু একটা বেসরকারি কোম্পানিতে সদ্য জয়েন করেছিল। আর রূপসা তখন থার্ড ইয়ারে পড়ছিল হিস্ট্রি অনার্স নিয়ে। রিভুর পারিবারিক অবস্থা ভালো ছিল না তাই গ্রাজুয়েশন শেষে কোম্পানি জয়েন করেছিল। দু'বছর আগে বর্ষার সময় মা অসুস্থ হওয়ায় বাড়িতে যেতে হল হঠাৎ ছুটি নিয়ে। রূপসার কাছে অনেক গল্প করত সে তার বাড়ির পাশেই নাকি নদী। টানা বৃষ্টিতে রাতের বেলায় নদীর পাড় ভেঙ্গে  নদীর কাছাকাছি সমস্ত বাড়ি ভেঙে জলের তলায় ডুবে যায়। সবাই কোনোরকমে পালিয়ে বেঁচেছিল।কিন্তু অসুস্থ মাকে নিয়ে পালাতে পারেনি রিভু, তার আগেই বাড়ি ভেঙে নদীতে ভেসে যায়। আর সঙ্গে ভেসে যায় রূপসার জীবনের আনন্দ। একসময়ের ভালোলাগার বর্ষাকাল আজ রূপসার ভালো লাগে না। এই বর্ষাই তো রূপসার জীবনে ভালোবাসা এনে আনন্দে ভরিয়ে দিয়েছিল , আর এই বর্ষাই রূপসার ভালবাসাকে কেড়ে নিয়ে তার জীবনটা অন্ধকার করে দিয়েছে।

   🌹সেরা গল্প 🌹