Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা সেরা কলম সম্মাননা– পর্ব-৬

কবিতা– বহ্নিশিখা
কলমে– তরুণ কুমার ইন্দু
তারিখ– ২২/০৬/২০২০

বহ্নিশিখা
********

কিছু আলোর ঘোমটা টানে অবুঝ সে দীপ শিখা
মনের কার্নিশে জমে, পুরোনো স্মৃতির কিছু ব্যাথা;
সূর্য্য ডোবে, গোধূলি র…


দৈনিক প্রতিযোগিতা সেরা কলম সম্মাননা– পর্ব-৬

কবিতা– বহ্নিশিখা
কলমে– তরুণ কুমার ইন্দু
তারিখ– ২২/০৬/২০২০

বহ্নিশিখা
********

কিছু আলোর ঘোমটা টানে অবুঝ সে দীপ শিখা
মনের কার্নিশে জমে, পুরোনো স্মৃতির কিছু ব্যাথা;
সূর্য্য ডোবে, গোধূলি রেখে যায় তার না বলা কথা
এ মনের প্রান্তরে, অবিরত জ্বলে এক বহ্নিশিখা।

মায়াজালে ছড়ানো, নিষ্প্রাণ শব্দের নীলাভ বিচ্ছুরণ
অপলক হৃদয়ে জড়ানো, কিছু  মর্মর সুর ও ধ্বনি;
আপন খেয়ালে দোলা দিয়ে যায়, তার নির্মম বাণী
উথাল-পাথাল ঢেউ তোলে, এ কোন্ প্রাণের আলোড়ন।

অপার্থিব কোনো ছন্দের, তীব্র বিষাদময় কোলাহল
আমার বুকেতে পারিজাত বাঁধে বাসা, বলো কোন্ সুখে;
দহনে দহনে জুড়ায় এ জ্বালা, কোনো অচেনা অভিমুখে
আজ মন্থনে উঠে আসে, গণ্ডূষ ভরা সুতীব্র হলাহল।

অজানা ছোঁয়ায়, মিশে যেতে চায় দূরের পঞ্চশিখা
দর্পণে বেদনার প্রতিবিম্ব, যেন শিল্পীর তুলির টান;
চেতনার ঘরে আত্নজ বিবেক, আজ বড়ই ম্রিয়মাণ
অব্যক্ত ছটায় মেলে ধরুক এ প্রাণেতে বহ্নিশিখা।

তরুণ কুমার ইন্দু
২২/০৬/২০২০