দৈনিক প্রতিযোগিতা পর্ব -০৬
(সেরা কলম সম্মাননা)
বিভাগ - কবিতা
শিরোনাম - বর্ষা
কবি-কৃপা মোহন চাকমা
তারিখ -২২/০৬/২০২০
কালো মেঘে আকাশ ঢাকছে
আঁধার ঘনিয়ে যে এলো ,
অভিরাম ঝরছে বাদল ধারা
ঘন বর্ষা শুরু হলো ।
অন্ধকার রাতে বর্ষায় আমার
বক…
দৈনিক প্রতিযোগিতা পর্ব -০৬
(সেরা কলম সম্মাননা)
বিভাগ - কবিতা
শিরোনাম - বর্ষা
কবি-কৃপা মোহন চাকমা
তারিখ -২২/০৬/২০২০
কালো মেঘে আকাশ ঢাকছে
আঁধার ঘনিয়ে যে এলো ,
অভিরাম ঝরছে বাদল ধারা
ঘন বর্ষা শুরু হলো ।
অন্ধকার রাতে বর্ষায় আমার
বক্ষ করে দুরু দুরু ,
খাল বিলে ব্যাঙ ডাকছে
সত্যিই বর্ষা হলো শুরু।
আউশের ক্ষেতে জল জমেছে
কৃষকের মুখেতে হাসি,
গাভীর পিছনে ছুটছে রাখাল
হাতে তাহার একটি বাঁশী।
তটের বটে পাখির ঝাঁক
রাতের বাদল ছুটেছে,
বৃষ্টি তো থামছে না আর
দিঘি খানি ভরে উঠেছে।
স্মৃতির অঝোরে বৃষ্টি ঝরছে,
ভেজা উদাসী মনে
বাদল দিনে হারানো স্বজন
আসছে ভীষণ স্বরণে।