দৈনিক প্রতিযোগিতা
সেরা কলম সম্মাননা
বিভাগ -- কবিতা
শিরোনাম -- #অবাক_হইনি
কথা -- স্নেহাশিস পালিত
তারিখ -- ২৯-০৬-২০২০
কলসপত্রীর বিদিত মায়াবী ছলনা,
বর্ণপ্রেমী পতঙ্গের দুর্বলতা ---
শিকার আর শিকারীর সম্পর্ক,
ছলনায় মোড়া চিরন্তন সত্য…
দৈনিক প্রতিযোগিতা
সেরা কলম সম্মাননা
বিভাগ -- কবিতা
শিরোনাম -- #অবাক_হইনি
কথা -- স্নেহাশিস পালিত
তারিখ -- ২৯-০৬-২০২০
কলসপত্রীর বিদিত মায়াবী ছলনা,
বর্ণপ্রেমী পতঙ্গের দুর্বলতা ---
শিকার আর শিকারীর সম্পর্ক,
ছলনায় মোড়া চিরন্তন সত্য...
তাই অবাক হইনি!
স্নিগ্ধতার আড়ালে স্বার্থের ফাঁদ,
মিষ্টি কথায় চিড়ে ভেজানোর প্রয়াস ---
লোলুপ দৃষ্টিতে ছলনার আশ্রয়,
নির্ভেজাল মানুষই প্রতারিত হবে...
তাই অবাক হইনি!
মনুষ্যত্ব যেখানে আজ বিকারগ্রস্ত,
হৃদয়ের সারশূন্য পোশাকি আবেগ ----
চাওয়া-পাওয়ার গন্ডিতে বন্দী,
সভ্যতার অলিন্দে অসভ্যতার প্রশ্বাস...
তাই অবাক হইনি!
ছলনার আড়ালে প্রেম নির্বাসিত,
তফাৎশূন্য সাদা-কালো, ভালো-মন্দ...
মনস্তাত্বিক ভারসাম্যের দৈন্যতা নিয়ে ----
দাঁড়িয়ে মানবিকতার ধ্বংসাবশেষ
তাই অবাক হইনি!
আশা নিয়েই বাঁচে চাষা,
তাই হয়তো ফসল ফলে ---
ফুল ফোটে সৌরভের প্রতিশ্রুতিতে,
দূষণ ভুলে প্রকৃতি অক্সিজেন দেয়...
তাই অবাক হইনি!
উদ্ভ্রান্ত চিত্তের অস্থিরতায় ক্লান্ত,
ব্যথিত বিবেক হবে জর্জরিত ----
আস্ফালন যত মিথ্যা হবে ধীরে,
ব্যাকুল হবে সম্পৃক্ততার অন্বেষণে...
তাই অবাক হইনি!!
স্থান-- সিপাইবাজার, পশ্চিম মেদিনীপুর/২৮-০৬-২০২০
Copyright@Snehasis Palit