Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক সেরা
কলম সম্মাননা প্রতিযোগিতা
বিষয়-- কবিতা
শিরোনাম--- মেঘের বাড়ি
কলমে----মীনা দে
25/6/2020

মেঘের বাড়ি

মেঘের বাড়ি মেঘের দেশে থাকনা
মেঘ পিয়নে বলছে হেঁকে  যাক না।

মনখারাপে আকাশ কালো যখন
মেঘের চিঠি বৃষ্টি ফোঁটা তখন

রোদের বাড়ি …


দৈনিক সেরা
কলম সম্মাননা প্রতিযোগিতা
বিষয়-- কবিতা
শিরোনাম--- মেঘের বাড়ি
কলমে----মীনা দে
25/6/2020

মেঘের বাড়ি

মেঘের বাড়ি মেঘের দেশে থাকনা
মেঘ পিয়নে বলছে হেঁকে  যাক না।

মনখারাপে আকাশ কালো যখন
মেঘের চিঠি বৃষ্টি ফোঁটা তখন

রোদের বাড়ি আর যাবনা ভাবছি
বৃষ্টি ফোঁটা আদর করে মাখছি।

ভাবনা মেঘ ধরছে চেপে বেশতো
বৃষ্টি রাণী মন আকাশে আসতো

ব্যাকুল হলে শুনবে কেন বারণ
মন যে কাঁদে কেবলই অ কারণ

পাহাড়  ঘেরা মনের বাড়ি ভিজছে
মেঘপালকে বৃষ্টিনেমে আসছে।

খুশির দোলা লাগল মনে হঠাৎ
পিছলে গেল মন বেচারা সরাৎ।

তাইনা দেখে কোথাও কেউ হাসছে
মনটা তাই  হয়তো ভালো বাসছে।