দৈনিক সেরা
কলম সম্মাননা প্রতিযোগিতা
বিষয়-- কবিতা
শিরোনাম--- মেঘের বাড়ি
কলমে----মীনা দে
25/6/2020
মেঘের বাড়ি
মেঘের বাড়ি মেঘের দেশে থাকনা
মেঘ পিয়নে বলছে হেঁকে যাক না।
মনখারাপে আকাশ কালো যখন
মেঘের চিঠি বৃষ্টি ফোঁটা তখন
রোদের বাড়ি …
দৈনিক সেরা
কলম সম্মাননা প্রতিযোগিতা
বিষয়-- কবিতা
শিরোনাম--- মেঘের বাড়ি
কলমে----মীনা দে
25/6/2020
মেঘের বাড়ি
মেঘের বাড়ি মেঘের দেশে থাকনা
মেঘ পিয়নে বলছে হেঁকে যাক না।
মনখারাপে আকাশ কালো যখন
মেঘের চিঠি বৃষ্টি ফোঁটা তখন
রোদের বাড়ি আর যাবনা ভাবছি
বৃষ্টি ফোঁটা আদর করে মাখছি।
ভাবনা মেঘ ধরছে চেপে বেশতো
বৃষ্টি রাণী মন আকাশে আসতো
ব্যাকুল হলে শুনবে কেন বারণ
মন যে কাঁদে কেবলই অ কারণ
পাহাড় ঘেরা মনের বাড়ি ভিজছে
মেঘপালকে বৃষ্টিনেমে আসছে।
খুশির দোলা লাগল মনে হঠাৎ
পিছলে গেল মন বেচারা সরাৎ।
তাইনা দেখে কোথাও কেউ হাসছে
মনটা তাই হয়তো ভালো বাসছে।