দৈনিক প্রতিযোগিতা সেরা কলম সম্মাননা পর্ব-০৮
কবিতা: স্বপ্নে বাঁচুক ওরা
কলমে: তরুণ কুমার ইন্দু
তারিখ: ২৫/০৬/২০২০
স্বপ্নে বাঁচুক ওরা
***************
সকাল থেকে রাতে, নতুন অভিঘাতে
ছুটছে ওদের জীবন, মাঠে-ঘাটে, ঘাম ঝরা কারখানাতে;
প্রাণে…
দৈনিক প্রতিযোগিতা সেরা কলম সম্মাননা পর্ব-০৮
কবিতা: স্বপ্নে বাঁচুক ওরা
কলমে: তরুণ কুমার ইন্দু
তারিখ: ২৫/০৬/২০২০
স্বপ্নে বাঁচুক ওরা
***************
সকাল থেকে রাতে, নতুন অভিঘাতে
ছুটছে ওদের জীবন, মাঠে-ঘাটে, ঘাম ঝরা কারখানাতে;
প্রাণেতে জ্বলে আশা, বিনিদ্র আঁখিপাতে,
বন্দী যত স্বপ্নগুলো, বস্তির কামরাতে ।।
যুদ্ধ যুদ্ধ জীবন, যেন বাঁচার জন্য খেলা
শরীর নিঙড়ে দোয়া, তবু বঞ্চনায় ভাসে প্রাপ্তির ভেলা;
মুঠো মুঠো সুখ, রঙে ভরায় গোধূলি বেলা,
হৃদয় ঘিরে জমুক, শ্বেত শুভেচ্ছার মেলা ।।
একটা নতুন ভোর, মৃত্যুর নতুন এফেক্ট
শত জন্ম থেকে দূরে, আজও ইমেজটা হয়নি পারফেক্ট;
বেদনার কথা বলে যায়, এ জীবনের লিফলেট,
স্বপ্নে বাঁচুক ওরা, নব ইতিহাসে সাজুক হ্যামলেট ।।
তরুণ কুমার ইন্দু
তারিখ: ২৫/০৬/২০২০