#দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা (- ৮)
বিভাগ : কবিতা
২৪.০৬.২০২০
#একটি গদ্য কবিতা
** বার্ধক্যের বেলাভূমি **
- শ্রীমতি ডলি
সৌজন্যতার দৃষ্টি, হাসি-কান্নার গল্প,
হয়তো বা কিছু হাল্কা মশকরা,
পরস্পরের মধ্যে স্মৃতিচারণ…
#দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা (- ৮)
বিভাগ : কবিতা
২৪.০৬.২০২০
#একটি গদ্য কবিতা
** বার্ধক্যের বেলাভূমি **
- শ্রীমতি ডলি
সৌজন্যতার দৃষ্টি, হাসি-কান্নার গল্প,
হয়তো বা কিছু হাল্কা মশকরা,
পরস্পরের মধ্যে স্মৃতিচারণা ...
নিয়মের বাঁধনে বন্দী শেষ জীবন ।
মাঝে-মধ্যে বেড়ানো, বিনোদনের ব্যবস্থা,
সবই আছে... তবু, একাকীত্বের
কুয়াশায় ঘেরা, মন খারাপ
আবর্তের ঠিকানা - 'বৃদ্ধাশ্রম'।
প্রৌঢ়ত্বের চৌকাঠ ছোঁয়া মন, বার্ধক্যের
বেলাভূমিতে... অভিমানী হৃদয় -
এতকালের চেনাগন্ধের অভাবে কাতর!
বৃদ্ধাশ্রমের বিছানা হয়ে ওঠে আপন।
গ্রীষ্মের দুপুর - চারিদিক নিস্তব্ধ ...
কয়েকটি চড়ুই জানালার কার্নিশে -
নিস্তব্ধতা ভঙ্গ করে। নিঃশব্দে,
গতকাল নাতির দিয়ে যাওয়া
'সাবান-জলের কৌটো' টা বাগানে
নিয়ে আসে - বসে গাছের ছায়ায়,
মনের সুখে অসংখ্য রঙিন বুদবুদ ছড়ায়,
বুদবুদ গুলো যেন নানান ছবি হয়ে ভাসছে....
লাল বেনারসি পরে নতুন বউ -
লজ্জাবনত মুখে পালঙ্কের এক কোণায়,
সে কবেই চলে গেছে পৃথিবী ছেড়ে...!
একি...! মা হাসি মুখে আঁচলে ঘাম মুছে
হেঁসেল সামলাচ্ছে - যৌথ পরিবার,
বিধবা ঠাকুমা পিসিমার নিরামিষ পদ ;
কাকার অকালমৃত্যু - সব দায়িত্বে বাবা...
বৃদ্ধাশ্রমের ছেলেটির ডাকে -
সাবানের বুদবুদ গুলো গেল ফেটে।
বিকেলের চায়ের তাড়ায়---
সব ভাবনা মিলেমিশে
কাপে থিতোয় - ভেসে থাকে
আকুতি মাখা নাতির মুখ!
বৃদ্ধাশ্রমের টানা বারান্দায় রোজের মত
একাকীত্বের ব্যস্ততায় ফিরে যাওয়া ।।
----'----
@sreematidolly // Kolkata