Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

সত‍্যের জয় হবে
আরতি সেন
24/6/20 বুধবার

যে শির একবার  ঝুঁকে
সে শির বার বার অবনত হলে দেখতে ভালো  লাগে না।
খ‍্যাতির শিখরে চড়বে আগে পায়ের নিচের মাটি
শক্ত করো।
আমি সেদিনই বুঝেছিলাম আমি অতিক্রম করবো
বাঁধা।
এতো ধূর্ত আর এটুকু বোঝো না অ…


সত‍্যের জয় হবে
আরতি সেন
24/6/20 বুধবার

যে শির একবার  ঝুঁকে
সে শির বার বার অবনত হলে দেখতে ভালো  লাগে না।
খ‍্যাতির শিখরে চড়বে আগে পায়ের নিচের মাটি
শক্ত করো।
আমি সেদিনই বুঝেছিলাম আমি অতিক্রম করবো
বাঁধা।
এতো ধূর্ত আর এটুকু বোঝো না অন্দর মহল রেখেছো খোলা।
দৃষ্টি পড়েছে তাইতো এতো মতলব আঁটা
এখনো আছে সময় শুদ্ধ করো আত্মা
দূরীভুত করো কলুষতা।পাবে সকলের সহায়তা।
গড়তে শেখো ভাঙতে নয়। যখনই  এক ঘা মারবে
দু ঘা ফিরে পাবে।
জেনে রেখো ক্রিয়ার প্রতিক্রিয়া।
ভাঙছো সকলের আশা।
ভাঙতে ভাঙতে একদিন দুর্বল হবে।
সেদিন জীবনে পাবে শুধু নিরাশা।