Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা পর্ব-১২
বিভাগ- কবিতা
শিরোনাম- ফিরে এলেই কিবা হবে?
কলমে- শান্তনু দাস
তারিখ- ২৯/০৬/২০২০ ইং
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

এলে আজ জীর্ণ নীড়ে সাঙ্গ হলো বেলা-
কোন্ বাতাসে উড়িয়ে দিলাম নিংড়ে যতো আশ,
অস্তরাগের দ…

দৈনিক সেরা কলম সম্মাননা পর্ব-১২
বিভাগ- কবিতা
শিরোনাম- ফিরে এলেই কিবা হবে?
কলমে- শান্তনু দাস
তারিখ- ২৯/০৬/২০২০ ইং
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

এলে আজ জীর্ণ নীড়ে সাঙ্গ হলো বেলা-
কোন্ বাতাসে উড়িয়ে দিলাম নিংড়ে যতো আশ,
অস্তরাগের দিগন্তে ওই মনের মরণ যায়-
নিজের হাতেই খুব লিখেছি যত্নে সর্বনাশ।

মাথুর মেঘে ভাসিয়ে দিলাম ইচ্ছে নদীর ধারা-
আর শুনিনা মনের কথন শ্বাসের ভাঁজে ভাঁজে,
বুকের খাঁজে লুকিয়ে বাঁচে পুরোনো স্মৃতির রেশ-
অল্প কাঁদার গল্প আঁকা আসমানে বেশ সাজে।

চেতনায় জং ধরেছে সেই গলিতে আনাগোনা-
কষ্টসাধ্য হয়'যে বড়ো আছড়ে পড়ে মতি,
কুঁকড়ে থাকা বেসাতি ভাব পায়না খরিদ্দার-
আস্তাকুঁড়ে পচন গলন প্রান্তবেলার গতি।

তনু-কন্দরে নিদাঘ দ্বিধার দহন দিনে-
দীর্ঘ পথের ব্যত্যয় পথে ফিরলে কি পথ-ভুলে?
অনতিদূরেই তোমার পায়ের চেনা শব্দ শুনে-
নিঝুম নিশীথ হৃদ-গহীনের দরজা রাখে খুলে।

কোথায় পাবো নিপুণ সে মন বুঝতে কালের ফাঁকি-
তোমার চোখে চোখের ভাষা খুঁজতে মনের জোর?
হিসাব খাতায় চোখ রাখিনা পাওনা কতো বাকি-
বিরাগ বায়ের স্রোতেই ভাসে অভ্যাসী প্রাণ মোর।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~