Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

প্রতিযোগিতা প্রতিদিন

-----------------------------

22.6.2020

----------------

কবিতার নাম - কেরালার হাতি হত্যা

---------------------------------------------------

কবি - রূপালী গোস্বামী

------------------------------

মানুষ কাঁদছে,…


প্রতিযোগিতা প্রতিদিন

-----------------------------

22.6.2020

----------------

কবিতার নাম - কেরালার হাতি হত্যা

---------------------------------------------------

কবি - রূপালী গোস্বামী

------------------------------

মানুষ কাঁদছে, অসহায় মানুষ কাঁদছে -

মানুষ হারিয়েছে অধিকার, সাম্য-মৈত্রী-স্বাধীনতার।

মানুষ হারিয়েছে মনুষ্যত্ব, হারিয়ে ফেলেছে,

প্রেম - প্রীতি - ভালোবাসার মন্ত্র।

তাইতো কেরালার মতো শিক্ষিত দেশেও

গর্ভবতী হাতিকে ক্ষুধার জ্বালায় খেতে হয় বাজি ভর্তি আনারস।

মানুষ হারিয়েছে মজা করার সীমাহীনতাকে,

তাই দিবস - রজনী অহরহ হন্যে হয়ে খুঁজছে,

মানুষের ভেতরের মানুষটাকে।

মানুষ কাঁদছে, একদল অসহায় মানুষ

ক্রোধে, বিবেকের দংশনে কাঁদছে -

হাতিটাতো করেনি কারো ক্ষতি,

সে এসেছিল জঙ্গল ছেড়ে  লোকালয়ে একটু খাবারের সন্ধানে।

এটাই কি ছিল তার অপরাধ?

পশু বলে ছিল না কি তার কোন অধিকার।

বুদ্ধিমান মানুষের কাছে চেয়েছিল সহানুভূতি

আর সামান্য কিছু খাবার ।

গুঁটিকয় মানুষের অত্যাচারে সব হয়ে গেল ছাড়খার।

এরা হার্মাদ, এদের কালোহাত করেছে গর্ভবতী হাতিটির প্রাণপাত।

মূত্যুর কিছু আগেও সে আপ্রাণ চেষ্টা করে চলেছিল

গর্ভের সন্তানটিকে বাঁচাবে ,

সে ছিল সাত মাসের অন্তসত্ত্বা মা,

সে বুঝে গিয়েছিল, মৃত্যু তার অবধারিত,

তবু গর্ভের   হবু সন্তানকে মরতে দেবে না।

তাইতো শরীরের জ্বালায় রক্তাক্ত অবস্থাতেও

মানুষকে আর বিশ্বাস না করে,

সে জলকে আপন করেছিল নিজের খেয়ালে।

কিন্তু হায়! শেষ রক্ষা যে হলো না,

হাতিটি দাঁড়ানো অবস্থাতেই মরে গেল।

অসহায়,গর্ভবতী হাতিটা সন্তান সহ জলেই মরে গেল।

কেরালার মনুষ্যত্ব বিকৃত কিছু অমানুষের  কীর্তিকলাপে

সেদিন গর্জে উঠেছিল গোটা দেশ গোটা রাজ্য ।

'বিচার চাই,কঠোর শাস্থি চাই',সোচ্চার হয়েছিল

মানুষের বলা নানা স্লোগানে।

কেরালায় কিছু নিষ্ঠুর মানুষের অ-শিক্ষিত আচরণ দেখে

স্তম্বিত হয়ে গিয়েছিল মানুষের মন।

এ কি ধরনের মজা?

'জবাব চাই, জবাব দাও কেরালা'?

কেন অসহায় হাতিটা পেল এতবড় সাজা।

সেইদিনের সেই ঘটনাকে দেখে মানুষ কাঁদছে।

বিবেকধারী মানুষ কেঁদেছে -

কিছু মানুষের নেই নিয়মনীতি,বিবেক,মনুষ্যত্ব আর সহানুভূতি।

সত্যি মানুষ নেই আজ মানুষের পাশে,

চোখের জলে সবার বুক ভাসে।

বর্তমানে মানুষ-মানুষে চলছে রক্তক্ষয়ি হানাহানি,

এতে হচ্ছে মানুষের কত প্রাণহানি।

তাতেও মানুষ ক্ষ্যান্ত নয় -

মানুষের হাত থেকে রেহাই পায় না যেমন মানুষ,তেমনি রেহাই পায় না কোন পশু,পাখি অবলাপ্রাণী।

ওগো মানুষ কবে ফিরে আসবে তোমাদের মন - মনুষ্যত্ব,

তাইতো কিছু মানুষ কাঁদছে,মানুষের জন্যই মানুষ আজ কাঁদছে।

'মানুষ মানুষেরই জন্যে---জীবন জীবনের জন্যে - - -'

একটু কি সহানুভূতি পেতে পারে না - - - ও বন্ধু - - -,।

মানুষ সকলেরই জন্যে - পশু,পাখি,গাছ সকলের জন্যই মানুষ --

বিকৃত মস্তিস্ক না নিয়ে হিংসা,দ্বেষ,যুদ্ধ ভূলে মানুষ তোমরা শপথ করো থাকবে তোমরা হাতে হাত মিলে সকলের পাশে।।

-----------------------------------------------------------------------