Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা -৩
বিভাগ- কবিতা
শিরোনাম - আজ এই দুর্দিনে
কলমে -  প্রদীপ সেন
তারিখ - ১৯/০৬/২০

চাই তো আঁধারেও আলোর ঠিকানা খুঁজে নিতে।
চারদিকে এতো যে গ্রহণ, মোক্ষের মাহেন্দ্রক্ষণ
খুঁজে খুঁজে পাঁজির আদ্যোপান্ত চষেই চলেছি।
যে…


দৈনিক সেরা কলম সম্মাননা -৩
বিভাগ- কবিতা
শিরোনাম - আজ এই দুর্দিনে
কলমে -  প্রদীপ সেন
তারিখ - ১৯/০৬/২০

চাই তো আঁধারেও আলোর ঠিকানা খুঁজে নিতে।
চারদিকে এতো যে গ্রহণ, মোক্ষের মাহেন্দ্রক্ষণ
খুঁজে খুঁজে পাঁজির আদ্যোপান্ত চষেই চলেছি।
যেদিকে দুচোখ যায় ডাঙাহীন বিস্তীর্ণ জলাভূমি।
জনে জনে মরীয়া প্রয়াস, পায়ের নীচে একটু মাটি
তাও আজ দুুর্লভ | সংশপ্তকে মেতে আছে সবে।
আশাহীন আশার অঞ্জন লেপেছি দুচোখ ভরে
রাত শেষে ভোর হবে ভেবে ভেবে অন্তহীন কত
বন্ধ্যা, মৃতবৎসা দীর্ঘ রাত কেটে যায় ।
বানের তোড়ে ভেসে যাওয়া অসহায় অপটু সাঁতারু
অদৃষ্টের কাছে আত্মসমর্পণ করে কাল গোণে
যদি কোনো ডাঙা পেয়ে মরতে মরতে বেঁচে যায়।
আশাহীন আশার ভেলায় ঢেউ ভেঙে ভেঙে চলা
জোয়ার-ভাটার টানে যদি ভারে ভেলা কোনো ঘাটে!