Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব ৩
বিভাগ- কবিতা
তারিখ ১৯.০৬.২০

 "তিতাস একটি নদীর নাম"  উপন্যাসের অনুপ্রেরণায় :

  ।।    তিতাস ।।
                      ~ সংঘমিত্রা কর্মকার

জোয়ার জলে উচ্ছ্বসিত উথালপাথাল ঢেউ,
ভাঁ…


দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব ৩
বিভাগ- কবিতা
তারিখ ১৯.০৬.২০

 "তিতাস একটি নদীর নাম"  উপন্যাসের অনুপ্রেরণায় :

  ।।    তিতাস ।।
                      ~ সংঘমিত্রা কর্মকার

জোয়ার জলে উচ্ছ্বসিত উথালপাথাল ঢেউ,
ভাঁটার টানে শীর্ণকায়া উৎস জানেনা কেউ।
পল্লী তটিনী তিতাস নামে আপন খেয়ালে বয়,
দুকূল জুড়ে মৎস্যজীবিরা পর্ণকুটিরে রয়।

শীত প্রারম্ভে জলাভাব আর প্রখর গ্ৰীষ্মে শুখা, হতদরিদ্র পল্লীবাসীর জীবন কাটে ভুখা।
তিতাসের বুকে জোয়ারজলে মাছেরা করে খেলা,
সেই নদীর‌ই পাড় বরাবর কত মানুষের মেলা।

কত যে নৌকা ভাসে তার বুকে অকৃপণ নদীমাতা,
ভাঙ্গাগড়ার রুদ্রদোলায় করুণ জীবনগাথা।
জমিদারের রক্তচক্ষু শাসন এবং শোষণ,
মালোজাতির মুখে জোগায় প্রতিবাদের ভাষণ।

নবপ্রজন্ম লড়াই করে জীবনস্রোতে টিকতে,
জাল আর হাল দুটোই জরুরী বাঁচার মতো বাঁচতে।
কত মানুষের জীবন ভেসেছে নিঠুর জলস্রোতে,
জীবন জীবিকা উভয়েই বাঁধা তিতাসের গতিপথে।