Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#দৈনিক_সেরা_সেরা_কলম_সম্মাননা_পর্ব_০১
#বিষয়_কবিতা
#শিরোনাম_বিদায়_অভিশাপ
#লিখনে_বীরেন_আচার্য্য
#১৯শে_জুন_২০২০

বিদায় অভিশাপ
-----------------------
আতঙ্কের পরিবেশে দেশপ্রেমের কফিন, মানবতা হিমাঙ্কে,
ভাবনার ঝিঁঝিঁপোকা তাই দিন মানে ন…


#দৈনিক_সেরা_সেরা_কলম_সম্মাননা_পর্ব_০১
#বিষয়_কবিতা
#শিরোনাম_বিদায়_অভিশাপ
#লিখনে_বীরেন_আচার্য্য
#১৯শে_জুন_২০২০

বিদায় অভিশাপ
-----------------------
আতঙ্কের পরিবেশে দেশপ্রেমের কফিন, মানবতা হিমাঙ্কে,
ভাবনার ঝিঁঝিঁপোকা তাই দিন মানে না -
গোলাপের রঙ মেশে দীর্ণ কুটিরে মাটির দাওয়ায় ;
অনিলহীন নীলে কেবল ওঠে ভুরভুরে রাজনীতি গন্ধ।
রাজা থাকে রাজপ্রাসাদে , দেশপ্রেমটা  তোরঙ্গে -
বাতাস কাঁদে নীরবে নিঃশব্দে সব হারানোর নয়নজলে ,
যুদ্ধ যুদ্ধ এই খেলায় উলুখাগড়ারাই যে দগ্ধ হয় ,
নির্বিবাদে শুধু চ‍্যানেল সমীক্ষা করে ভোটের ভবিষ‍্যত ;
অর্থহীন শব্দের নিঃশব্দে ঘোরাফেরা ভারাক্রান্ত বাতাসে,
সভ‍্যতার নিশায় শৃগাল ডাকে মহাশ্মশানে ;
কিন্তু শবেরা যে শুনতে পায় না ওই গান স‍্যালুট -
শুধু কষ্টের বুকে ওঠে আর্তনাদ " বন্দেমাতরম "।
বৃক্ষশাখে বিহগ ভোলে কূজন, এ কোন্ অমানিশা ?
বন্ধুত্বের হাত কেন রক্তেরাঙা ,বাতাসে বারুদের গন্ধ ?
মহারথীপ্রথা লঙ্ঘনে শব বক্ষে কাঁদে জননী
স্তব্ধ বাতাসে আন লক ওয়ানের নির্মম বিদায় অভিশাপ ।
বন্ধ হোক যুদ্ধ যুদ্ধ খেলা , বন্ধ হোক রঙের ছলাকলা - , সেদিনের সেই ঐক‍্যবদ্ধ দেশটা চাই , চাই মুক্ত পবন-
চাই সোনালী সকাল,বাতাস মুক্ত দিগন্তে ছড়িয়ে দিক একশো তেত্রিশ কোটির ঐক‍্যবদ্ধ "বন্দেমাতরম "।