Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব - 6
বিষয় - কবিতা
শিরোনাম - #পরজীবীরা_কখনো_গাছ_হয়ে_উঠতে #পারে_না  🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
কলমে  - গৌরাঙ্গ শর্মা
লেখার তারিখ 21/11/2019
---------------------------------------
বৃষ্টি তখনো ঝ…


দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব - 6
বিষয় - কবিতা
শিরোনাম - #পরজীবীরা_কখনো_গাছ_হয়ে_উঠতে #পারে_না  🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
কলমে  - গৌরাঙ্গ শর্মা
লেখার তারিখ 21/11/2019
---------------------------------------
বৃষ্টি তখনো ঝরে পড়ছিল আপন মনে .......

একই পঙতিতে কাদা মাটিতে পা গলিয়ে
দাঁড়িয়ে ছিল কিছু ঋতুমতী গাছ

মাটি ছুঁয়ে ছিল বলে তাদের প্রতিটি কোষ ছিল  নরম

ছন্দ পতন ঘটল কিছু  অনুকোষের আগমনে

আদপে তাদের কোনো হাত ছিল না
ছিল কিছু  বায়বীয় পা
পুঞ্জাক্ষী ছিল না, ছিল কিছু বিক্ষিপ্ত   লিঙ্গ

বৃষ্টিটা তখনো ঝরে পড়ছিল আপন মনে.......

অনুকোষ গুলো পরমাণুর মতো ইতস্তত ছোটাছুটি করলেও তারা কখনোই মাটির মত সরল ছিল না

তারা ইচ্ছে করলেই দূষণমুক্ত প্রজাপতি হতে পারত
নিদেনপক্ষে পরিস্রুত জল ফড়িং

আবারও তাল কাটল অন্ধকার বরফ হওয়ার পর

পত্ররন্ধ্রগুলো কড়িশঙ্খ যোনির মত  খুলে গেল একে একে

এ এক ভেষজ সঙ্গম, আসলে নিষিক্তকরণ

বীর্য হয়ে খসে পড়তে লাগল সমস্ত ক্লোরফিল তাদের বায়বীয় ভেলামেন থেকে

বৃষ্টিটা তখনো ঝরে পড়ছিল আপন মনে .....

আর এই ভাবেই একটা গোটা  রাত শুষে নিয়ে 
অপুংজনি ছত্রাকেরা জন্ম নিল গাছদের গায়ে গায়ে
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
শত চেষ্টা করেও পরজীবীরা কখনো  গাছ হয়ে উঠতে পারল না
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿