#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতাঃ৬
_____________________________________
#বিভাগ-কবিতা
============
#জনক
=======
#দেব_নির্মল-৭ই আষাঢ়,১৪২৭(২২/৬/২০২০)
================================
ছোট্ট বেলার সেই ছোট্ট কথা বড্ড …
#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতাঃ৬
_____________________________________
#বিভাগ-কবিতা
============
#জনক
=======
#দেব_নির্মল-৭ই আষাঢ়,১৪২৭(২২/৬/২০২০)
================================
ছোট্ট বেলার সেই ছোট্ট কথা বড্ড মনে পরে
জগৎটাকে খুঁজতাম তাঁর হাতটা জাপটে ধরে।
পূর্ব থেকে পশ্চিম অথবা উত্তর থেকে দক্ষিণ
তাঁর পরশ ছাড়া আমার অস্তিত্ব হতো বিলীন।
সারাজীবন উপার্জনে তাঁর ছিলনা অধিকার
সন্তানকে সুখী রাখাই ছিল মনে অগ্রাধিকার।
খেলনা, পোশাক, খাবার সবেতেই ছিল নজর
নামি-দামি ইস্কুলে না পড়ালে বাড়বে না কদর।
মধ্যবিত্ত এক চাকুরীজীবির টানাটানির সংসার
অভুক্ত থেকে জাহাজ টানতে জুড়ি মেলা ভার।
সাদা শার্ট-প্যান্টে সদাহাস্য,নির্লোভী এক মানুষ
স্বাধীনচেতা,সত্যবাদী সদাই মান রেখেছেন হুঁশ।
সন্তান তাঁর হবেই শ্রেষ্ঠ, জানবে বিশ্বের দরবার
সৎচরিত্র প্রতিষ্ঠিত সন্তান, এটাই শ্রেষ্ঠ পুরষ্কার।
দিয়ে ভালবাসা, মনে প্রত্যাশা, আজ অশীতিপর
ছলছল চোখে, বুকভাঙা দুখে, সন্তান হয়েছে পর।
জীবনের শেষে, পেয়েছেন হেঁসে, বিবাহিত নরাধম
তাঁকে তাই আজ, ছেড়ে দিয়ে রাজ, স্থান বৃদ্ধাশ্রম।
পিতৃদিবস এলে, সব কিছু ভুলে, পড়ে অশ্রুজল
জনক মহান, অসীম অবদান, জীবন তাঁর সফল।
♣==============♥=============♣
বৈদ্যবাটী-হুগলি,ভারতবর্ষ