Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#"দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা(-4-)"
কলমে-- প্রিয়াঙ্কা কর্মকার
বিভাগ-- গদ্য কবিতা
কবিতার নাম-- অলস দুপুর
তারিখ-- ২০/০৬/২০২০

একফালি রোদ এসে পড়ছে জানলা বেয়ে আমার অগোছালো বিছানায়,
সোহাগের কায়দা নিপুণ হয়ে আমার…


#"দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা(-4-)"
কলমে-- প্রিয়াঙ্কা কর্মকার
বিভাগ-- গদ্য কবিতা
কবিতার নাম-- অলস দুপুর
তারিখ-- ২০/০৬/২০২০

একফালি রোদ এসে পড়ছে জানলা বেয়ে আমার অগোছালো বিছানায়,
সোহাগের কায়দা নিপুণ হয়ে আমার সারা দেহ ধুয়ে গাম্ভীর্য ভোলায়।
বাইরের আকাশে ছেঁড়া তুলোর মতো কত মেঘ দৌড়ে বেড়াচ্ছে!!
পাখিরা উড়ে বেড়াচ্ছে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি,
কখনো এই আকাশে ধেয়ে আসে বৃষ্টির তীক্ষ্ণ ফলা..
কখনো বা শান্ত আকাশ কালবৈশাখী ঝড়ে অবহেলিত হয়ে পড়ে,
কফির চুমুকে কখনো বা অলীক স্বপ্ন এঁকে দেয়
ঘুমন্ত দুপুর যেন হেঁটে চলে যায় নিরুদ্দেশে,
নীলাকাশও যেন লাল আবির মাখে
অলস দুপুরে রক্ত মাখা গোলাপি ঠোঁটে।
আমি আছন্ন হয়ে পড়ি আবার তারাদের খোঁজে মায়া কেটে যায় রাতের অপেক্ষায়,
প্রেমিক সাজি নতুন রঙে,এ শহরের মৃত্যুমিছিলে।