দৈনিক সেরা কলম প্রতিযোগিতা ০৫.
২১,৬,২০২০.
গদ্য কবিতা
।। সুনির্মল বসুর কবিতা।।
।।বুঝেছি এখন জীবনের কি মানে হয়।।
দেবদারু গাছের ছায়া, নদীর তীরে দাঁড়ানো নৌকো, সূর্যাস্তের লাল আলো, আজকাল লাগছে ভারী ভালো,
আমি বরাবর ভালবাসি বৃক্ষশাখ…
দৈনিক সেরা কলম প্রতিযোগিতা ০৫.
২১,৬,২০২০.
গদ্য কবিতা
।। সুনির্মল বসুর কবিতা।।
।।বুঝেছি এখন জীবনের কি মানে হয়।।
দেবদারু গাছের ছায়া, নদীর তীরে দাঁড়ানো নৌকো, সূর্যাস্তের লাল আলো, আজকাল লাগছে ভারী ভালো,
আমি বরাবর ভালবাসি বৃক্ষশাখা, লতাগুল্ম
যদিও আকাশে দেখছি নিদারুণ অগ্নিবৃষ্টি ও মেঘ শিল্প,
সাজানো স্বপ্নেরা পালতোলা নৌকার মতো জলে ভাসে, জাহাজের মাস্তুলে দূরের সংকেত বাজে,
দিনগুলো ভেসে যায় এক লহমায়,
নদী ও দিনরাত্রি জোয়ার ভাটার টানে ভেসে চলে, কত লোক কত কথা বলে, আনমনা পথিক বিষন্নতায় হাটে, নদীর ওপারে প্রিয়জন চলে যায়,
কত ভালোবাসা হারিয়েছি জীবনে চলার পথে,
মালবিকা, সুকন্যারা আসেনা আর এই পথে,
অনিন্দ্য, মহীন, সুশোভন, এইতো সেদিনও ছিল,
এখন হাটে ওপারের পথে,
জীবন বয়ে চলে নিজস্ব স্রোতে,
সকাল দুপুর পেরিয়ে বিকেল আসে,
ঘরে ঘরে সাঁঝের প্রদীপ জ্বলে, আকাশের চাঁদ পৃথিবী দ্যাখে, ঝাউ পাইন বনে জ্যোৎস্না বৃষ্টি হয়,
এপিটাফে বয়ে যায় বিষন্ন বাতাস,
মধ্যরাতে আকাশ-পৃথিবী ও তারারা চুপি চুপি কথা কয়, অরণ্য পাখি ডানা ঝাপটায়,
গ্রাম ও শহর ঘুমোয়,
রাত পোহালে ভোরের আলো আসে জানালায়,
গোলাপ দোপাটি সূর্যমুখী ফুল হেসে ওঠে,
সকালবেলায় শিশুর হাসি ঈশ্বরের হাসি মনে হয়,
জীবন বয়ে চলে, নদী বয়ে চলে দিগন্তে পথ হারায়,
মোহনার মুখে উত্তাল ঢেউ ওঠে, ভোরের বাতাস নতুন জীবনের কথা কয়,
আমি চেয়ে থাকি, চেয়ে থাকি, চেয়ে দেখি,
জীবন ও দিবারাত্রির আরম্ভ ও ক্ষয়।