Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

শিরোনামঃ "শোকস্তব্ধ ভারতবাসী"
কলমে-স্বপন কুমার সরকার।
             (২০.০৬.২০২০)

ব্যথিত হৃদয়ে আছে দাঁড়ায়ে
      চন্দ্র,সূর্য,গ্রহ ,তারা!
থেমে নেই , আপনা হারিয়ে
   নদী-সমুদ্রের গতিধারা।

পাহাড়ের চোখও অশ্রুসজল
   কাঁদ…


শিরোনামঃ "শোকস্তব্ধ ভারতবাসী"
কলমে-স্বপন কুমার সরকার।
             (২০.০৬.২০২০)

ব্যথিত হৃদয়ে আছে দাঁড়ায়ে
      চন্দ্র,সূর্য,গ্রহ ,তারা!
থেমে নেই , আপনা হারিয়ে
   নদী-সমুদ্রের গতিধারা।

পাহাড়ের চোখও অশ্রুসজল
   কাঁদছে ঝর্ণা ঝরঝড়িয়ে!
সীমান্তে নীরব প্রহরীরা অটল
  স্বদেশ থাকবে কি ঘুমিয়ে?

কার্গিল গিলেছে অমৃত সন্তান
    পুলওয়ামা সন্তান হারা!
গালওয়ানে ওরা কোন্ মস্তান
 আগ্রাসী নেশায় আত্মহারা।

আমার স্বদেশ শান্তি বার্তাবাহক
     ভীরুতার লেশ নেই হেথা;
সাম,দাম,দন্ড ভেদের বিচারক
    দেশাত্মবোধে নুয়াই মাথা।

হুঁশিয়ার চিন,মেরোনা কুঠার তুমি
     আপনারে স্বেচ্ছা সজোরে;
সম্মিলিত জাতিপুঞ্জে ভারত ভূমি
   অস্তিত্ব রবেনা বিশ্ব মানচিত্রে।

সংক্রমিত একনায়ক হে অর্বাচীন
     বিশ্ব মানবতার ঘৃণ্য ঘাতক;
বিশ্ববাসীর রোষে ক্ষয় হবে একদিন
      হোস্ না যতই ধ্বংসাত্মক।
😭😭😭😭😭😭😭😭😭😭😭