Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা  প্রতিযোগিতা।
পর্ব---৪
বিভাগ:--- কবিতা ।
শিরোনাম:---প্রতিপল
---মৃণাল কান্তি পণ্ডিত
ধলেশ্বর, আগরতলা, ত্রিপুরা।
১৯/০৬/২০২০ ইং।
--------------------------------------
সময়ের পরিক্রমণে ঘড়ির কাঁটা ঘুরছে,
তারি…


দৈনিক সেরা কলম সম্মাননা  প্রতিযোগিতা।
পর্ব---৪
বিভাগ:--- কবিতা ।
শিরোনাম:---প্রতিপল
---মৃণাল কান্তি পণ্ডিত
ধলেশ্বর, আগরতলা, ত্রিপুরা।
১৯/০৬/২০২০ ইং।
--------------------------------------
সময়ের পরিক্রমণে ঘড়ির কাঁটা ঘুরছে,
তারিসাথে অভিমানগুলো কখন যে
যোগ হয়ে গেল জীবন অধ্যায়ে।
বোধশক্তি যা আছে, তাই নিয়ে
তবুও চলছি সিঁড়ির শেষ ধাপটায়,
মনের খাতায়  বাসনা পুঁতে।
শুনেছি মাতৃভাষায় স্বরলিপি যাতনা,
শুনেছি শব্দের মিছিলে রূঢ় উদ্দীপনা,
ভূমিষ্ঠ হলো যে মানবশিশু আজ,
বাঁচার অধিকারে কেন বইতে হয়
সামাজিক পটভূমিতে বৈষম্যের পদবী তার।
খেয়ার উজানে অনুভূতি গুলো ব্যর্থ পাড়ি দিতে,
ভাটার টানে পিছিয়ে পরে বারংবার,
তীব্র যন্ত্রণায় স্বত্ত্বাকে খুঁজে নিতে
তাই নিত্য চলে হেথায় উজান-ভাটা খেলা।
বেলা অবেলায় দেখেছি কতো কালো মেঘের ভ্রূকুটি,
জন্ম দেয় তারি ইচ্ছে সোহাগে প্রবল বৃষ্টি,
সঙ্গী করে ঘূর্ণিঝড়, প্রবল ঝড়ো হাওয়া ,
তছনছ করে প্রকৃতির শান্তির পরিক্রমণ।
সঙ্গী হয়ে যায় কখনো কখনো সীমান্ত যুদ্ধ,
বলিপ্রদত্ত হয় অসহায় প্রহরী সৈনিক।
কালের সরণী বেয়ে জুড়ে গেলো অজানা ভাইরাস,
কী করে এলো সে আতঙ্ক ছড়িয়ে এ ধরায়?
উৎসুক চোখগুলো  হয়রান হাঁসফাঁস নিঃশ্বাসে ,
স্বাক্ষরিত নিত্য  অন্তহীন  নিঝুম রাতে,
প্রশ্ন তাই জাগে এই প্রাণে, কীসের এতো অগ্নিপরীক্ষা?
মানব জীবনের প্রতি পল কেন এতো কোনঠাঁসা?