দৈনিক সেরা কলম সম্মাননা পর্ব-০৪
বিভাগ-কবিতা
শিরোনাম- সহজ পন্থা
কলম- শম্পা সাহা
তারিখ--২০/০৬/২০২০
মূক থাকো চুপ থাকো
মুখে কিছু বোলো না
আখের গুছিয়ে নাও
প্রতিবাদ কোরো না।
ঝড় তোলো ফেসবুকে
হোয়াটসঅ্যাপ ও বাদ নেই
সরে থাক দূরে থাক
দলে …
দৈনিক সেরা কলম সম্মাননা পর্ব-০৪
বিভাগ-কবিতা
শিরোনাম- সহজ পন্থা
কলম- শম্পা সাহা
তারিখ--২০/০৬/২০২০
মূক থাকো চুপ থাকো
মুখে কিছু বোলো না
আখের গুছিয়ে নাও
প্রতিবাদ কোরো না।
ঝড় তোলো ফেসবুকে
হোয়াটসঅ্যাপ ও বাদ নেই
সরে থাক দূরে থাক
দলে ভিড়ে লাভ নেই।
ছেলের চাকরি আর
জামাই এর ব্যবসা
স্বার্থ সিদ্ধি পথে
বোবা হওয়া ভরসা।
চোখে ঠুলি ঠেসে দাও
কানে গোঁজো তুলো ও
যদি কিছু বলে ফেল
পিঠে বেঁধো কুলো ও।
টেবিল চাপড়ে দাও
বড় বড় বাতেলা
টি ভি টা ঘুরিয়ে দেখো
সিরিয়ালে ঝামেলা।
দেখ শোন বুঝে নাও
প্রতিবাদ কোরো না
এই ভাবে আমি বাপু
সুখে আছি, বোঝো না?
©®