Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#দৈনিক_সন্মাননা_প্রতিযোগিতা_পর্ব_০৩
#বিষয়_কবিতা

শিরোনাম:
#অমাবস্যার_মত_আশা

ডা.শামস রহমান
৫ আষাঢ়'১৪২৭;১৯/০৬/২০

একটি স্বর্গ গড়া হলো না সারা,শুনতে পাও
কি নিতল আর্তনাদ
কত অশ্রুজল শুকালো সে চোখে,কণ্ঠে ঝরে তার নিনাদ?
একটু মানবতা চ…


#দৈনিক_সন্মাননা_প্রতিযোগিতা_পর্ব_০৩
#বিষয়_কবিতা

শিরোনাম:
#অমাবস্যার_মত_আশা

ডা.শামস রহমান
৫ আষাঢ়'১৪২৭;১৯/০৬/২০

একটি স্বর্গ গড়া হলো না সারা,শুনতে পাও
কি নিতল আর্তনাদ
কত অশ্রুজল শুকালো সে চোখে,কণ্ঠে ঝরে তার নিনাদ?
একটু মানবতা চেয়েছি সবার কাছে,বলে দূরে থাকো তিরস্কার
একটি শারমেয় ধারে কাছে ছিল,পেয়েছিলাম সোহাগ পুরস্কার।
জীবনের পথ দেখেছে যে নয়ন,মরণের পিছে ধায়
কত শ্রাবণ এলো ভরা ভাদরে ভিজে,কেন তবু দু'নয়নে অশ্রু বয়?

কত ফাগুন এলো আগুন ঝরালো,তবু আজ পলাশ রক্তে মাখা
হেমন্তে কাশফুল ফুটেছে বনে,দেখিনি কারও অন্তর শ্বেতশুভ্র আঁকা!
শীতের প্রহর কেটেছে থরথর জর্জর,আমার
কি প্রয়োজন জানলে!
যত অসুখ অসুবিধা আছে সে জীবনে, কেউ
কি তার কথা ভাবলে?

আমরা তো পরিচয়ে মনুষ্য জাতি,এর বেশী কি চাওয়ার আছে
নিবিড়চর্চা পরিষেবা হোক সবার তরে,নিরাময়ে আর নয় পিছে!
আমার ভুবন কবে হাসবে আবার,তুমি কি কান্না থামাবে!
নিরুপায় হলো সবে যেন আজ,সেকি বিধাতাকে কাছে পাবে?

শত সহস্র মানুষের কোলাহলে মুখর,সবই যেন স্তব্ধ করোনায়
এমন দেশটি গড়ে দাওনা আমায়,থাকবে অটুট মনোবল বেদনায়!
সাত থেকে সতেরো কোটি পেরিয়ে এসে আজ অর্ধ-শতাব্দীর দ্বারে
আমাদের সুচিকিৎসা হলো না আজ,করোনায় ঘরে ঘরে?
যে যাবার চলে গেল সময় বলে,আছে আরও ঘোর সমস‍্যা
বিজয়ের পথে নিয়ে চলো সে রথ,দূরে থাক অমাবস‍্যার মত আশা।

#Copyright_Shams_Rajman.