প্রতিযোগিতা প্রতিদিন
বাবা দিবসে প্রয়াত বাবাকে শ্রদ্ধাঞ্জলি
কবিতা : ।। বাবা গো ।।
কবি : দিব্যেন্দু চ্যাটার্জী
তারিখ : ২১/০৬/২০২০
তুমি চলে গেলে অনেকটা দূরে
পরে আছে সাদা কিছু মালা -
তোমার স্মৃতি চোখের সামনে ঘোরে
বুকের ভিতর জাগে দু…
প্রতিযোগিতা প্রতিদিন
বাবা দিবসে প্রয়াত বাবাকে শ্রদ্ধাঞ্জলি
কবিতা : ।। বাবা গো ।।
কবি : দিব্যেন্দু চ্যাটার্জী
তারিখ : ২১/০৬/২০২০
তুমি চলে গেলে অনেকটা দূরে
পরে আছে সাদা কিছু মালা -
তোমার স্মৃতি চোখের সামনে ঘোরে
বুকের ভিতর জাগে দুঃখ - জ্বালা..
ক্লান্ত চোখে ভ্রান্ত আমি খুঁজি -
কোথায় আমার সেই পবিত্র লোক,
আজকে তোমায় হারিয়ে আমি বুঝি
চারিদিকে শুধু ছড়িয়ে আছে শোক।
যখন কাছে ছিলে, পাহাড় ছিল পাশে
আজকে শুধুই মেঠো ধুলিপথ -
আমার জীবন এখন আমায় দেখে হাসে
কলুর বলদ হয়ে ঢেকে চলি ক্ষত।
কিছুটা মুহূর্ত কাটাতাম একসাথে..
মৃত্যুর কি অমোঘ পরিহাস -
আজকে তারা গুনি রোজ মাঝরাতে
বাবা-হারা যন্ত্রণার নিদারুণ ফাঁস।
আমারও সময় হবে, আমিও যাব চলে
প্রার্থনা করি যদি হয় আবার মিলন ,
অনেক জমা কথা দেবো তোমায় বলে-
' বাবা গো ' তুমি আছো মনে প্রতিক্ষণ।।