Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা পাঁচ প্রতিযোগিতা -05
বিষয়- উন্মুক্ত
রীতিঃ- সনেট/চতুর্দশ পদী {8+6}
কবিতার শিরোনামঃ- বিরহ জ্বালা
কলমেঃ~ 🖋 তাপস কুমার বর
______// তাং-21.06.2020
অষ্টমঃ- ক খ,ক খ,গ ঘ, গ ঘ - (8 মাত্রা মিল)
যষ্টকঃ- চ ছ, চ ছ, ঙ ঙ - (6 মাত্…


দৈনিক সেরা পাঁচ প্রতিযোগিতা -05
বিষয়- উন্মুক্ত
রীতিঃ- সনেট/চতুর্দশ পদী {8+6}
কবিতার শিরোনামঃ- বিরহ জ্বালা
কলমেঃ~ 🖋 তাপস কুমার বর
______// তাং-21.06.2020
অষ্টমঃ- ক খ,ক খ,গ ঘ, গ ঘ - (8 মাত্রা মিল)
যষ্টকঃ- চ ছ, চ ছ, ঙ ঙ - (6 মাত্রা মিল)
°°°°°°°°°°°°°°°°°↪®↩°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

বঙ্গ কুলেশ্বরী মোর আনন্দ সদন,
কেন গেলে দয়াময়ি সুখ তপবনে।
বসন্তে হেরিয়া শশী তবে কি কারণ?
ভিখারী করেছো তুমি নিত্য অশ্রু জলে।
বিরহের অভিসারে যেওনা রমণী,
কেন এতো নিরানন্দ এ প্রেম হৃদয়ে ।
নব নব সঙ্গীতের সদা মেঘাকার,
দিয়েছো বিরহ জ্বালা পুষ্পিত কাননে।

সারা ফুলবন খুঁজে এ তৃপ্ত হৃদয়,
ফেলে দিয়ো ফুল যদি নিশার স্বপনে।
নিবাও এ দীপ যদি বঙ্গ কুলেশ্বরী ,
বসে থাকি কেশবতী উদয় অচলে।
এ দীর্ঘ বিরহ জ্বালা শরৎ শশী রূপ,
হাসি মুখে নিয়ে চলো প্রেমের সাগরে।
°°°°°°°°°°°°°°°°°°↪⚛↩°°°°°°°°°°°°°°°°°°°°°°°