দৈনিক প্রতিযোগিতা পর্ব - ৬
বিভাগ - কবিতা
তারিখ -২২-৬-২০২০
শিরোনাম : নিকষ তমসা
কলমে : কথা ছবি কর
একশ অমাবস্যা একসাথে নেমেছে আজ
বীভৎস অন্ধকার পৃথিবীর বুকে
হৃদয়হীন পিশাচের দল নেচে চলেছে
মুন্ডহীন লাশের ছবি এঁকে ।
চাপা পড়ে আছে কত ক…
দৈনিক প্রতিযোগিতা পর্ব - ৬
বিভাগ - কবিতা
তারিখ -২২-৬-২০২০
শিরোনাম : নিকষ তমসা
কলমে : কথা ছবি কর
একশ অমাবস্যা একসাথে নেমেছে আজ
বীভৎস অন্ধকার পৃথিবীর বুকে
হৃদয়হীন পিশাচের দল নেচে চলেছে
মুন্ডহীন লাশের ছবি এঁকে ।
চাপা পড়ে আছে কত ক্রন্দনধ্বনি
মাটির কোন অতল গভীরে
শোনা যায়না তা আজ , তবু বাজে
কত পিতামাতার অন্তরে অন্তরে ।
ধর্ষণ , লাঞ্ছনা , খুন এখানেই শেষ নয়
মাথা উঁচু করে ঘুরে বেড়ায় ওরা
রাত পোহালে আবার আসে রাত
তদন্ত চলছে সত্যি এরা কারা ? ? ?