Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা (৪)

বিভাগ – কবিতা

শিরোনাম – নীলাঞ্জনা
কবি – সর্ব দমন বোস
তারিখ–২১/০৬/২০

আমি নীলাঞ্জনা , তুমি আমায় চেনো না ?
লক্ষ্য করে দেখো – আমি অচেনা নই
নই আমি অচ্ছুৎ বা ছোট কাঁধের ,
কিন্তু দীর্ঘাঙ্গী ও নই…


দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা (৪)

বিভাগ – কবিতা

শিরোনাম – নীলাঞ্জনা
কবি – সর্ব দমন বোস
তারিখ–২১/০৬/২০

আমি নীলাঞ্জনা , তুমি আমায় চেনো না ?
লক্ষ্য করে দেখো – আমি অচেনা নই
নই আমি অচ্ছুৎ বা ছোট কাঁধের ,
কিন্তু দীর্ঘাঙ্গী ও নই , আছে জোড়া ভুঁড়ু ।
পটল চেরা না হলেও আয়তো নেত্র –
কেশো গুচ্ছ কোটিদেশে স্পর্শিত ,
আমি সেই নীলা , ছোটবেলার চর্চিত ,
তুমি আমি যুগলে পুতুল খেলার সাথী ।

বহুকাল পরে  লক্ষিত তুমি নীলাদ্রি
বক্ষ মাঝে পোশাকের উপর নামাঙ্কিত
মুখোমুখি বসে জানালার পাশে
কৌতুহল  হীন দৃষ্টি হানো বিপরীতে
আমি যে নিলাঞ্জনা –কেমনে বলি তোমায় ?
লক্ষ্য করনি চিবুকের তিল বা কাটা দাগ
শ্যামলা বরণ নই কিন্তু তবুও উপেক্ষিত
ক্ষণেক সময় পড়ে পৌঁছে গেলে গন্তব্যে ।

বুকের মাঝে চাপা হাহাকার  রব ওঠে
উচ্চকণ্ঠে উচ্চারিত হতে পারে না  ডাক–
কোথায় যেন কি বাধা হয়ে দাঁড়ায়
ভালবাসি কোনদিন বলিনি যুগলে
শুধু ছিলাম খেলার সাথী মাঠে , বেড়ার ধারে
জানিনা তুমি কতটা সংসারী  !
আমি নীলাঞ্জনা এখনো একাকী , সাথী ।

                             –০–