Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

বন্ধু আসে না কাছে/
ফয়জুর রহমান/
২১/৬/২০২০

প্রজাপতি এলো, উড়ে গেল ।
বনের পাখিরা এলো ।
বন্ধু দিবস কবে এসেছিল
কোথায় হারিয়ে গেলো ।
আমিতো রয়েছি খাঁচার ভেতরে
পাখিরা মুক্ত বনে ।
প্রতিদিন শুনি শংকার কথা
উত্তাল বাজে কানে ।

বেমানান দিন কাট…


বন্ধু আসে না কাছে/
ফয়জুর রহমান/
২১/৬/২০২০

প্রজাপতি এলো, উড়ে গেল ।
বনের পাখিরা এলো ।
বন্ধু দিবস কবে এসেছিল
কোথায় হারিয়ে গেলো ।
আমিতো রয়েছি খাঁচার ভেতরে
পাখিরা মুক্ত বনে ।
প্রতিদিন শুনি শংকার কথা
উত্তাল বাজে কানে ।

বেমানান দিন কাটছে একাকী
নির্জনে করি পার ।
আসবে না দিন এমন কখনো
স্বেচ্ছার কারাগার ।
কোন ভীতিকর এখানে সেখানে
দিনমান শুয়ে আছে ।
ঈশান অগ্নি নৈঋতে নিরবতা
বন্ধু আসে না কাছে ।

আকাশের গায়ে হাতের ছোঁয়ায়
বায়ুতে জীবন নাশ ।
যেখানেই থাকো কল্যাণ ইউক
ফেলনা দীর্ঘশ্বাস ।
ব্যাকুলতা ছেড়ে জাগ্রত হই ।
আর কত আনমনে ।
নিপতিত ভূমি হবে চাষাবাদ
ফিরে যাবো বন্ধনে ।

রচনা কাল ---২০/৬/২০২০ সিলেট
বাংলাদেশ ।