বিভাগ : কবিতা শিরোনাম : জলের আয়নায় তোমার প্রতিচ্ছবি... স্থান : হাজারিবাগ-ঝাড়খন্ড তারিখ : ২০/০৮/২০২০ =============////======= কলম সৃজনে : তাপস পাল ============////======== আমার নিঃশব্দ প্রেমের পটভূমিতে তুমি দাঁড়িয়ে, তোমার পায়ের গোড়…
শিরোনাম : জলের আয়নায় তোমার প্রতিচ্ছবি...
স্থান : হাজারিবাগ-ঝাড়খন্ড
তারিখ : ২০/০৮/২০২০
=============////=======
কলম সৃজনে : তাপস পাল ============////========
আমার নিঃশব্দ প্রেমের পটভূমিতে
তুমি দাঁড়িয়ে,
তোমার পায়ের গোড়ালি জলের তলায়...
সামনে উত্তাল ঢেউ এর ফেনিল উচ্ছ্বাস ভিজিয়ে দিয়ে যায়,
মনের নম্রতায় জলজ স্পর্শ মাখা
তোমার অধোবদন...
দুর্নিবার আকর্ষণ জলের নীলে...
এ নীল কার,
জল বলে আমার আকাশ বলে আমার,
নীলের চোখে নিরব হাসি...
দুচোখে অনন্ত জলরাশি,
জলের আয়নায় তোমার প্রতিচ্ছবি নড়িছে...
আহা কি অপূর্ব,
দিনশেষের আলোর অধর চুম্বনে
আরো রক্তিম তুমি...
কম্পিত ঠোঁটে জলের বাক্যে
সন্ধ্যা আসে,
খুলে যায় প্রগাঢ় বন্ধন...
পাখির বাসার মত দুটি চোখে
উছলিয়া ওঠে যুগান্তের প্রেম...।