বিভাগ - কবিতাশিরোনাম - বাংলার দীঘিকলমে - প্রদীপ কুন্ডুতারিখ -২০-০৮-২০২০
রাঙা রঙ দীঘির জলে শাপলা শালুক পদ্ম হিজলে জল তার আজও ভোরে ওঠে,পরিযায়ী বুনোহাঁস বিদেশ থেকে শীত এলে…
বিভাগ - কবিতা
শিরোনাম - বাংলার দীঘি
কলমে - প্রদীপ কুন্ডু
তারিখ -২০-০৮-২০২০
রাঙা রঙ দীঘির জলে
শাপলা শালুক পদ্ম হিজলে
জল তার আজও ভোরে ওঠে,
পরিযায়ী বুনোহাঁস বিদেশ থেকে
শীত এলেই দিঘির জলে
আনন্দে এদিক ওদিক ছোটে।
ঢেউহীন অপলক চোখে
দীঘি আজও চেয়ে থাকে
গ্রাম বাংলার আকাশের দিকে,
কলমি-লতার সবুজ পানায়
মেঘে ডাহুকের ভীত কণ্ঠে
খুঁজে চলে প্রাণের সঙ্গীটিকে।
একঝাঁক মাছরাঙা প্রতিদিন
দিঘির পাড়ে এসে ছোঁ মেরে
নিয়ে যায় মাছেদের সারি,
গ্রামের বধূরা দিনে দুপুরে
একজোট হয়ে দীঘির জলে
মাজে বাসন আর হাঁড়ি।
সারি সারি প্লাস্টিক জড়ো হয়
দীঘি হারায় প্রতিদিন তাতে
ধীরে ধীরে নিজের প্রাণের মায়া,
বেড়ে চলা জঞ্জাল দূষণে
প্রতিদিন বেসামাল হয়ে
দিঘী হারায় তার পবিত্র কায়া।