Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

চিরন্তন 
কাশীনাথ মালিক 
2,3/06/2020

 অনেক গুলো সূর্যোদয়
 এক মুঠো ভাতের গন্ধে
পৃথিবী শেষ করে ফেলে
 একটা সফল আহ্নিক গতি । 

বাঁশ ঝাড়ের পাতার আড়াল ডিঙিয়ে 
মুখে পড়ে নব্বানের  আলো 
জলাশয়ের শালুক, পদ্ম 
অঞ্জলির প্রত্যাশায় হাই তুলে ,
প্রভাতী শুভেচ্…


চিরন্তন 
কাশীনাথ মালিক 
2,3/06/2020

 অনেক গুলো সূর্যোদয়
 এক মুঠো ভাতের গন্ধে
পৃথিবী শেষ করে ফেলে
 একটা সফল আহ্নিক গতি । 

বাঁশ ঝাড়ের পাতার আড়াল ডিঙিয়ে 
মুখে পড়ে নব্বানের  আলো 
জলাশয়ের শালুক, পদ্ম 
অঞ্জলির প্রত্যাশায় হাই তুলে ,
প্রভাতী শুভেচ্ছাই ।

জন্ম থেকে মুক্তি যুদ্ধের
 বিজয় রথ টানতে টানতে 
শ্যাওলা পড়া পিচ্ছিল মেঝেয় 
নেতিয়ে পড়ে কখন যে সূর্য 
সময় তার খোঁজ রাখে না ।

একটা ধানের সাথে ভাতের লড়াই 
একটা  রাতের সাথে সকালের  লড়াই 
একটা নিশ্বাসের সাথে জীবনের লড়াই 
একটা বিশ্বাসের সাথে ভালোবাসার লড়াই 
একটা সফলতার সাথে ঘামের লড়াই ।

এক চিরন্তন সত্যের মুখোমুখি সময় ।