Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা 

#পরিযায়ী

                   মনিকান্ত।         ২৩/০৬/২০২০
=====================================
যতটা আলোকবর্ষ পার হলে
খুঁজে পাওয়া যেত জীবনের নির্বাচিত অর্থ... 

ঠিক তার আগেই থমকে দাঁড়িয়েছি বারবার, 
কখনো পরিযায়ী বেশে মৃত…


দৈনিক প্রতিযোগিতা 

#পরিযায়ী

                   মনিকান্ত।         ২৩/০৬/২০২০
=====================================
যতটা আলোকবর্ষ পার হলে
খুঁজে পাওয়া যেত জীবনের নির্বাচিত অর্থ... 

ঠিক তার আগেই থমকে দাঁড়িয়েছি বারবার, 
কখনো পরিযায়ী বেশে মৃত্যুর সীমানায়
কখনো'বা মরীচিকা ভ্রমে আবছায়া প্রতিচ্ছবি ধরতে চেয়ে

---------- বৃথাই খুঁজে গেছি 
পাথরের চোখে জল - শ্যাওলার আস্তরণের আড়ালে। 

যতবার আঁকড়ে ধরতে চেয়েছি 
নির্লিপ্ত সম্পর্কের অস্থায়ী ঠিকানা -
ততবার দূর দেশে ফিরে গেছে উড়ো মেঘ 
ফিরে গেছে অচেনা বসন্ত, একদল পরিযায়ী পাখির হাত ধরে --

শুধু পড়ে থেকেছে একরাশ অভিমান, আর
বারবার ফিরতে চাওয়ার নির্মম চোরা স্রোত।