Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা পর্ব-০৬
বিষয়- কবিতা
শিরোনাম- সময় তো লেগেই যায়
কলমে- সৌগত ঘোষ
তারিখ-২২/৬/২০২০
পরিণয়ের প্রথম পত্র উপস্থাপনে সময় তো লেগেই যায়
নবজাত পাখির প্রথম পাখনা মেলে উড়তে সময় তো লেগেই যায়
শরীর গন্তব্য না আমি ত…

দৈনিক সেরা কলম সম্মাননা পর্ব-০৬
বিষয়- কবিতা
শিরোনাম- সময় তো লেগেই যায়
কলমে- সৌগত ঘোষ
তারিখ-২২/৬/২০২০
পরিণয়ের প্রথম পত্র উপস্থাপনে সময় তো লেগেই যায়
নবজাত পাখির প্রথম পাখনা মেলে উড়তে সময় তো লেগেই যায়
শরীর গন্তব্য না আমি তো তার হৃদয় অবধি যেতে চাই
অনন্ত এ পথ পার করতে সময় তো লেগেই যায়
বাঁধন যদি লেগেই যায় একবার সে সম্পর্ক হোক বা দড়ি
সহস্র চেষ্টায় সেই বাঁধন খুলতে সময় তো লেগেই যায়
গভীর চোটে ক্ষত হৃদয়ের ঠিকানা তো জানতে পেরেছি
কিন্তু সেই গভীর ক্ষত সারিয়ে তুলতে সময় তো লেগেই যায়
অভিনয়ের আশয়ে প্রেমিকের আলয়ে স্থান তো পাওয়া যায়
কিন্তু বিশ্বাসের বলে তার মনের গভীরে চির স্থান পেতে সময় তো লেগেই যায়।