Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সন্মাননা প্রতিযোগিতা (- ৬ -) কবিতা- একটি ভারতবর্ষ দিও কবি- কাজল দাস ২২/০৬/২০২০

আমায় একটি ভারতবর্ষ দিও যেমন আমি ভাবছি আমার মত যেমন করে ভেবেছিল আগে- আমারই মত হাজারো যুদ্ধহত।
আমার জন্য একটি স্বাধীন দেশ, গর্ব-মতে একট…


দৈনিক সেরা কলম সন্মাননা প্রতিযোগিতা (- ৬ -)
কবিতা- একটি ভারতবর্ষ দিও
কবি- কাজল দাস
২২/০৬/২০২০


আমায় একটি ভারতবর্ষ দিও
যেমন আমি ভাবছি আমার মত
যেমন করে ভেবেছিল আগে-
আমারই মত হাজারো যুদ্ধহত।

আমার জন্য একটি স্বাধীন দেশ,
গর্ব-মতে একটি স্বাধীন ভাষা।
হাজার জাতীয় একটি পরব দিও,
পরব মানে মুঠোয় ভাতের আশা।

আমার জন্যে সবুজ ঢাকা গ্রাম,
জনে জনে একটি মিলন-মালা।
প্রাণ জুড়ানো একটু শীতল পানি,
স্বজন ঘেরা দিও ছনের চালা।

আঁধার এলে প্রদীপ খানি দিও,
বাঁশ বাগানের মাথায় বাঁকা চাঁদ।
শীতের রাতে উষ্ণ কোলের পরশ,
পরশ মানে মায়ের ফরিয়াদ।

ক্ষরস্রোতা একটি নদীর আশ
দু কূল ছাপা আউস ধানের জমি।
ঐ যেরকম কাব্যে শোনা যায়,
আগলে রাখা 'জননী জন্মভূমি।'

দিও আমায় একটু আরও জীবন,
আরও না হয় দু-মুঠো চাল নিও।
মানচিত্রের কানায় কানায় বিজয়,
এমন একটি ভারতবর্ষ দিও।