প্রতিদিন প্রতিযোগিতা
#স্বপ্নিল_উড়ো_চিঠি
______________________//
রঙিন খামে এসেছে উড়ো চিঠি ----------
গোলাপি অফসেটের ভাজে
ভালোবাসা জড়ানো শব্দের জাল -------
----------- আ-নী ----------
"তোমাকে ভালোবেসে
তোমার সতেজ নিঃশ্বাসের ছোঁ…
প্রতিদিন প্রতিযোগিতা
#স্বপ্নিল_উড়ো_চিঠি
______________________//
রঙিন খামে এসেছে উড়ো চিঠি ----------
গোলাপি অফসেটের ভাজে
ভালোবাসা জড়ানো শব্দের জাল -------
----------- আ-নী ----------
"তোমাকে ভালোবেসে
তোমার সতেজ নিঃশ্বাসের ছোঁয়ায়
সুস্থতার সাথে বেঁচে আছি।
তোমার কথা ভাবলেই,
হঠাৎ যেন পড়ন্ত বিকেলে
মেঘকে সরিয়ে বৃষ্টি ভেজা রঙধনু
আমার আকাশে উঁকি দেয়।
আমার টুকরো টুকরো হয়ে যাওয়া হৃৎপিণ্ডটায় তুমি রঙধনুর
রঙে রাঙিয়ে দাও।"
------------ আ-নী ------------
"আমি চুপিসারে তোমার স্পর্শের
উষ্ণতা ছুঁয়ে বেঁচে থাকতে চাই
নীরবে তোমাকে ভালোবাসতে চাই
আমি তোমার ঠোঁট ছুঁয়ে দিতে চাই --
এরপরও নিরব থাকবে?"
।
এসব আমার কাছে শুধুই
কতগুলো শব্দের বাঁধন
আমি জীবনকে বাস্তবতা দিয়ে
অনুভব করেছি-
আবেগ দিয়ে নয়।
ঠুনকো আবেগ দিয়ে ভালোবাসা যায়
প্রয়োজনের কাছে তা চোরাবালি।
তোমার চুপিসারে ভালোবেসে যাওয়াটা
চুপিসারেই না হয় থাক।
আমি আমাকে তোমার রঙ মাখা
মিথ্যে ভালোবাসায় রাঙাতে চাই না।
চাই না কোন পোশাকি প্রেম -----------
চাই না রঙিন খামে স্বপ্নীল চিঠি --------
যদি পারো কাছে এসে হাত ধরো
আমিও রাখবো ধরে শক্ত দু'হাতে।
আমার স্বপ্নের পৃথিবী
সাজিয়ে তুলবো
তোমায় নিয়ে।
সেখানেই রবো তুমি আমি আর
আমাদের ভালোবাসার সবুজ ফসল।।
------------
(একটি কাল্পনিক চরিত্রে পত্রালাপ)
#আরিফ_নীল