Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা—৫
কাঁদো মানবিকতা কাঁদো নদেরচাঁদ হাজরা ২১.৬.২০২০
কাঁদো মানবিকতা কাঁদো যত পারো কাঁদো তোমাকে তো আমরা বারবার অপমান করি সুযোগ পেলেই করি ৷ আত্মঅহংকারে ডুবে যাই বারবার নাজের দীনতাকে ঢাকা দিতে চাই আর তোমাকে লাঞ্ছ…



দৈনিক সেরা কলম সম্মাননা—৫

কাঁদো মানবিকতা কাঁদো
নদেরচাঁদ হাজরা
২১.৬.২০২০

কাঁদো মানবিকতা কাঁদো
যত পারো কাঁদো
তোমাকে তো আমরা বারবার অপমান করি
সুযোগ পেলেই করি ৷
আত্মঅহংকারে ডুবে যাই বারবার
নাজের দীনতাকে ঢাকা দিতে চাই
আর তোমাকে লাঞ্ছিত করি
কারণে 
          অকারণে
পরিকল্পনা করে ৷
এতে যে নাজেই ছোট হচ্ছি
ছোট থেকে ছোটতর
ছোটতর থেকে ছোটতম হচ্ছি—
এ বোধ লুপ্ত করে বসে আছি আজ ৷
তুমি কাঁদো মানবিকতা
গলা ছেড়ে কাঁদো ৷
পৃথিবী গভীরতম সংকটে আজ ভুগছে
এ পাপ আমাদের
হীনমন্যতায় ডুবে যাচ্ছি
ভেতরের ক্ষয়টা বেআব্রু হয়ে যাচ্ছে
তবুও তোমার কান্না আদের চোখে পড়ছেনা ৷
আত্মদম্ভতা গিলে খেয়েছে আমাদের বোধের শিকড় ,
ক্ষমতার লোভ গিলে খেয়েছে আমাদের বিবেক ,
দুস্তর ব্যবধান রচনা করেছি তোমার সঙ্গে ৷
তুমি কাঁদো মানবিকতা
উচ্চস্বরে কাঁদো
কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়ো ৷
আবার কাঁদো
বারবার কাঁদো ৷
তবুও আমরা দেখবনা ৷
দম্ভে ভরেই থাকব
তারপর !
তারপরটুকু যে আমাদের বোধাতীত !
সুতরাং তুমি কেঁদেই যাও মানবিকতা ৷