Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা সম্মাননা প্রতিযোগিতা
পর্ব ৫
কবিতা------
সময় হলে সবাই যাবে
দীপক বিশ্বাস
২১/০৬/২০২০

স্থবির এই শরীর শুধুই,
            একটু বাঁচার ইচ্ছা রাখে,
মরণ কারে করবে রক্ষা?
        ছল বল কলে বেঁচে থাকে।

শয়ন স্বপ্নে নজর আসছে
   …


দৈনিক সেরা সম্মাননা প্রতিযোগিতা
পর্ব ৫
কবিতা------
সময় হলে সবাই যাবে
দীপক বিশ্বাস
২১/০৬/২০২০

স্থবির এই শরীর শুধুই,
            একটু বাঁচার ইচ্ছা রাখে,
মরণ কারে করবে রক্ষা?
        ছল বল কলে বেঁচে থাকে।

শয়ন স্বপ্নে নজর আসছে
          শুধুই সম্মুখে এক শ্মশান,
হে প্রভু আর কিছু দিনের
           দাও আমারে অভয় দান।

কতো বড়ো এ মায়ার টান
        এই দুনিয়া জড়ানো আছে,
কেউ যে যেতে চাই না ছাড়ি
         আজি ফিরে প্রভুর কাছে?

বলে সবাই ঈশ্বর  ডাকো
         থাকতে চাই না এই ভুবনে,
কিন্তু বাঁচার ইচ্ছা প্রবল
           রয় সকলের মনে প্রাণে।

মুখের বলা কি আর আসে
          কপাল লেখা কে খণ্ডাবে,
সময় এলেই যেতেই হবে
            তখন প্রভুর চরণ পাবে।।