Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

পৃথিবীটা বারুদের স্তূপ

বিকশ্ববি

সভ্যতা যত উন্নত হয়
মানুষ তত পিছিয়ে যায় ।
মারনাস্ত্র বানিয়ে সবাই
একে অন্যের দিকে ধায় ।
বারুদে বারুদে আজকে দেখি
ভরে গেছে সোনার মাটি ।
কোথাও দেখছি যুদ্ধক্ষেত্র
কোথাও আবার জঙ্গি ঘাঁটি ।
রক্ত চক্ষ…


পৃথিবীটা বারুদের স্তূপ

বিকশ্ববি

সভ্যতা যত উন্নত হয়
মানুষ তত পিছিয়ে যায় ।
মারনাস্ত্র বানিয়ে সবাই
একে অন্যের দিকে ধায় ।
বারুদে বারুদে আজকে দেখি
ভরে গেছে সোনার মাটি ।
কোথাও দেখছি যুদ্ধক্ষেত্র
কোথাও আবার জঙ্গি ঘাঁটি ।
রক্ত চক্ষু শাসানি দেয়
কলজে টেনে ছিঁড়বে বলে ।
দুর্নীতি আর মিথ্যাচারে
শাসন চালায় ছলেবলে ।
মানবিকতা লুকিয়ে থাকে
পশুশক্তি দাপিয়ে বেড়ায় ।
মানুষ মানুষের ধ্বংসের জন্য
শুধুই বোমা , গুলি বানায় ।

শিক্ষা আছে প্রযুক্তিও
তবুও মানুষ অন্ধকারে ।
কুযুক্তি আর অহংকারের
সবাই মিলে পূজা করে ।
নিজেকে সে বড়ো ভাবে ,
হতে চায় সে আরও  বড়ো ।
ইচ্ছে মনে তার ভয়েতে
সবাই হবে জড়োসড়ো ।
গোপনে সে লুটের মালে
নিজের কলজে ভরে তোলে ।
কেউ কিছু বল্লে তাকে
অমনি দেখি ফণা তোলে ।
সাজিয়ে নিয়ে যুদ্ধ -বিমান
মশা মারতে কামান দাগে ।
সবার কাছে গোলাবারুদ
সবার ঘরেই আগুন লাগে ।