Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রমানাথ নিশির কবিতা বিষে বিষক্ষয়

বিষে বিষ ক্ষয়

সুন্দর ভুবন করেছেন সৃজন মহান বিধাতা,
 আনন্দে মন করি দিন যাপন
 নেই কোনো বাঁধা। 
সত্য ও ন্যায়ের পথে - 
আমরা জীবন করি উৎসর্গ।

  মনের মধ্যে আনন্দ না থাকলে যেমন 
পারিপার্শ্বিক আনন্দ প্রভাব ফেলতে পারে না।
 ঠিক তেমনি - 
ভুল না হলে…


বিষে বিষ ক্ষয়

 সুন্দর ভুবন করেছেন সৃজন মহান বিধাতা,
 আনন্দে মন করি দিন যাপন
 নেই কোনো বাঁধা। 
সত্য ও ন্যায়ের পথে - 
আমরা জীবন করি উৎসর্গ।

  মনের মধ্যে আনন্দ না থাকলে যেমন 
পারিপার্শ্বিক আনন্দ প্রভাব ফেলতে পারে না।
 ঠিক তেমনি - 
ভুল না হলে মানুষ শিখতে পারে না।  
 ভুল হতে পাওয়া শিক্ষা প্রকৃত শিক্ষা। যা কি না নিজের অভিজ্ঞতা থেকে অর্জিত হয়ে থাকে। পা
কাঁটা ফুরলে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়,
 এটাকেই বলি আমি বিষে হয় বিষ ক্ষয় । 

 #রমানাথ_নিশি 
২৫ জুন ২০২০ দিনাজপুর, বাংলাদেশ।