দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা(-6)
বিভাগ-- গদ্য কবিতা
কবিতার নাম -- আগলে রাখি
কলমে--নন্দিতা কর্মকার
তারিখ--২২/০৬/২০২০
এই রোদ মাখা ঝলমলে দিনেও বৃষ্টি আসে,
যেমন করে আনন্দ উল্লাসের মাঝেও চোখের কোণে আসা জলরাশি আমার বুক ভিজিয়ে দ…
দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা(-6)
বিভাগ-- গদ্য কবিতা
কবিতার নাম -- আগলে রাখি
কলমে--নন্দিতা কর্মকার
তারিখ--২২/০৬/২০২০
এই রোদ মাখা ঝলমলে দিনেও বৃষ্টি আসে,
যেমন করে আনন্দ উল্লাসের মাঝেও চোখের কোণে আসা জলরাশি আমার বুক ভিজিয়ে দিয়ে যায়,
শুধু কবিতা গুলো আগলে রাখতে চাই যে কবিতা শুধু তোমার কথা বলে,
উপন্যাস গুলো আচমকা ভিজে গেলেও আবার শুকিয়ে রাখি,
ভূমিকা থেকে উপসংহার সবটা জুড়েই তোমার রাজত্ব,কি করে ভিজতে দিই!!!
নোংরা লাগার ভয়ে রোজ যত্ন করে তুলে রাখি মনের সুপ্ত চিলেকোঠার আলমারির তাকে,
সকালে যে খবরের কাগজ আর চায়ের কাপ ছাড়া সারাদিন কাজে মন বসত না আজ সেসব ছাড়াই দিব্যি কেটে যায়,
জীবনে চলতে গিয়ে থমকে যাই আবার নতুন করে গড়ে তুলি নিজেকে,,
রবীন্দ্রনাথের "শেষের কবিতা" হাতে নিয়েই সকাল সন্ধ্যা বসে থাকি,
শুধু কল্পনার জগতে হারিয়ে যাই জীবনানন্দ দাশের "বনলতা সেন" কে ঘিরে।।