Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা - 06
বিভাগ - কবিতা
শিরোনাম - এখন আর কিছুই হবেনা
কবি - সমরেশ হালদার
তারিখ - 22 , 06 , 20

এখন আর কিছুই হবেনা
যখন করা যেত অনেক ,
ঢেকি পাড়তে পাড়তে তিনকাল সময়
সামনে থেকে চলে গেল ,
চার দেওয়ালে বাঁধা ছোট্ট জীবন
হ্…


দৈনিক প্রতিযোগিতা - 06
বিভাগ - কবিতা
শিরোনাম - এখন আর কিছুই হবেনা
কবি - সমরেশ হালদার
তারিখ - 22 , 06 , 20
                             
এখন আর কিছুই হবেনা
যখন করা যেত অনেক ,
ঢেকি পাড়তে পাড়তে তিনকাল সময়
সামনে থেকে চলে গেল ,
চার দেওয়ালে বাঁধা ছোট্ট জীবন
হ্যাচড়াতে হ্যাচড়াতে --- ,
এখন বেশ আছি
বৈকালিক মশার ভীড়ে
এখন শুধু স্মৃতি চারণ  করা -
আর ছেলের স্বপ্নে রং লাগাই
আর স্বপ্ন আঁকি -
শত চেষ্টা করলেও
জীবনের ধূসর দিনগুলো
কখনো আর রঙিন হবে না ।