Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পেট্রোল,ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ এস ইউ সি আই-এর

পেট্রোল,ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তমলুক জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ এস ইউ সি আই কমিউনিস্ট দলের।
  আন্তর্জাতিক বাজারে তেলের দাম তলানীতে অথচ ভারতবর্ষে প্রায় প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। এর প্রতিবাদে এসইউসিআই (কমিউনিস…


পেট্রোল,ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তমলুক জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ এস ইউ সি আই কমিউনিস্ট দলের।
  আন্তর্জাতিক বাজারে তেলের দাম তলানীতে অথচ ভারতবর্ষে প্রায় প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। এর প্রতিবাদে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে আজ পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে ডেপুটেশন এবং বিক্ষোভ মিছিল । তমলুক শহরের মানিকতলা মোড় থেকে মিছিল তমলুক শহর পরিক্রমা করে দলের সমর্থকরা জেলা শাসক দপ্তরে এসে পৌঁছায়। সেখানে বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব মাইতি।প্রতিলিপি পোড়ান জেলা কমিটির সদস্য অশোক তরু প্রধান। প্রনববাবু বলেন, এই মুহূর্তে ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলোতে পেট্রোলের দাম অনেক কম। পাকিস্তানে ৩৪ টাকা, শ্রীলংকায় ৬৫ টাকা, বার্মাতে ৩৭ টাকা নেপালে ৬০ টাকা অথচ সেই তেলের দাম ভারতবর্ষে ৮২ টাকা। কেন্দ্রীয় সরকার ধনকুবেরদের পুঁজিপতিদের ব্যাপক মুনাফা লোটার সুযোগ করে দেওয়ার জন্য এই বিপুল পরিমাণে দাম বাড়াচ্ছে। দেশে লুটের রাজত্ব কায়েম করছে। আর জনগণ মূল্যবৃদ্ধিতে জেরবার হচ্ছে। তিনি সকলকে এর প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান।