#কবিতা_সীমান্তে_প্রহরী_আমি
#গোপা_ব্যানার্জী
#তারিখ_১৯_০৬_২০
তোমরা যখন বন্দী ঘরের কোণে,
গুটিসুটি মেরে জীবাণুর ভয়ে কাঁটা,
মুখে মাস্ক আর হাত স্যানিটাইজ করছো !
তখন আমি সীমান্তে দাঁড়িয়ে
বুলেটের সামনে পেতে দিলাম বুক ।
তোমরা মে…
#কবিতা_সীমান্তে_প্রহরী_আমি
#গোপা_ব্যানার্জী
#তারিখ_১৯_০৬_২০
তোমরা যখন বন্দী ঘরের কোণে,
গুটিসুটি মেরে জীবাণুর ভয়ে কাঁটা,
মুখে মাস্ক আর হাত স্যানিটাইজ করছো !
তখন আমি সীমান্তে দাঁড়িয়ে
বুলেটের সামনে পেতে দিলাম বুক ।
তোমরা মেতে হিসেব নিকেশ করতে
কে পেলো কতো হাজার কোটি
দরিদ্র আর সর্বহারাদের নিয়ে
চলছে শুধুই দর কষাকষি !
আমি তখন খোলা আকাশের নিচে
আমার রক্তে ভিজছে দেশের মাটি।
তুমি যখন করছো দোকান বাজার
কিনছো মেয়ের খাতা, মায়ের ওষুধ
আমার মেয়েটা ফোনের কাছেই বসে
খবর পাওয়ার আশায় গুনছে প্রহর।
মা আমার মানত করছে রোজ
অক্ষত যেন ফিরি আমি তার কাছে।
আমার দেহটা সম্মান পাবে আজ
ফিরছি আমি কফিন বন্দী হয়ে!
আমার প্রিয়ার চোখের জল দেখে
ভিজবে হয়তো আজ তোমাদেরও মন।
অনেকতো হলো রক্তের হোলি খেলা
লড়াইটা এবার শান্তির জন্য হোক !!
©® গোপা
__________________________________