Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা কুটির সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা লেখনী সম্মান

শূন্যতে শেষ

মধুপর্ণা বসু

আমি স্বপ্নের চৌকাঠে দাঁড়িয়ে থাকি শূন্য হাতে,
অনেক কথা মনের বাগিচায়, কুঁড়ি হয়েই ঝরে গেছে...
প্রসবিত ইচ্ছেরা, মহাজাগতিক বিশ্বে প্রতিমুহুর্তেই কক্ষ পরিবর্তন করে;
যেমন শিশু দেখে সূর্যোদয়,আর সূর্যাস্ত ভিন্ন আ…



শূন্যতে শেষ

মধুপর্ণা বসু

আমি স্বপ্নের চৌকাঠে দাঁড়িয়ে থাকি শূন্য হাতে,
অনেক কথা মনের বাগিচায়, কুঁড়ি হয়েই ঝরে গেছে...
প্রসবিত ইচ্ছেরা, মহাজাগতিক বিশ্বে প্রতিমুহুর্তেই কক্ষ পরিবর্তন করে;
যেমন শিশু দেখে সূর্যোদয়,আর সূর্যাস্ত ভিন্ন আকাশে,
যেমনি ইচ্ছেরা খুঁজে ফেরে একটা স্ফুরনের ভূমি,
খুঁজে না পেয়ে শ্রান্ত মন ক্রমশ কাতর হয়, ক্লান্ত হয়ে ভালোবাসার জমি খোঁজে।
একটা আশ্রয়ের হাত, একটা বলিষ্ঠ বুক, দুটো ভরসার চোখ,
খুব অবান্তর প্রত্যাশা,মূর্খতা, খামখেয়ালি..
কেনযে অবুঝ মন, আকাশ ছুঁতে চায়, কল্পনার দূর্গ সাজায়,
চোখ বন্ধ করে আশ্রয় হাতরায়.....
এ এক অনন্ত জিজ্ঞাসা, উত্তর না জানা হেঁয়ালি।
তবুও পায়ে পায়ে, অন্বেষনে চলে এসেছে সেই অজানার সন্ধানে..….............
একটা ভালোবাসার হাত, দরাজ বুক, আর দুটো গভীর আশ্রয়ের চোখ, আজও টানে।