দৈনিক প্রতিযোগিতা
মেঘের বাড়ি
২৫.০৬.'২০
বিষ্ণুপদ বিশ্বাস
আড়াই মাস,
ট্রেন নাই লাইনে
জন্মেছে ঘাস!
ভরা আষাঢ়,
মা'র মত লালন
করছে তার!
আকাশে মেঘ,
হঠাৎ থেমে গেছে
বায়ুর বেগ!
রেলের ধারে,
নিথর গাছপালা
মরছে ডরে!
গগন চিরে,
ধবল বক তার
…
দৈনিক প্রতিযোগিতা
মেঘের বাড়ি
২৫.০৬.'২০
বিষ্ণুপদ বিশ্বাস
আড়াই মাস,
ট্রেন নাই লাইনে
জন্মেছে ঘাস!
ভরা আষাঢ়,
মা'র মত লালন
করছে তার!
আকাশে মেঘ,
হঠাৎ থেমে গেছে
বায়ুর বেগ!
রেলের ধারে,
নিথর গাছপালা
মরছে ডরে!
গগন চিরে,
ধবল বক তার
ফিরছে নীড়ে!
হৃদয় পাড়ি
দিয়েছে আজ যেন
মেঘের বাড়ি!
বর্ধমান,ভারত